কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন সড়কে হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। হাটবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি বসতবাড়ি থেকেও তোলা হচ্ছে চাঁদা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার আদমপুর এলাকার একটি হাতির সঙ্গে বাচ্চা হাতি নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, সড়ক অবরোধ করে ও বাড়িতে চাঁদাবাজি করছেন। এসব চাঁদাবাজি করছেন হাতির পিঠে বসে জহির মিয়া নামে এক মাহুত।
স্থানীয়রা জানান, জহির মিয়া নানা রকমের শব্দ করে হাতিটি পরিচালিত করেন। আর হাতি তার শুঁড় এগিয়ে দেয় দোকানদারের দিকে। কেউ স্বেচ্ছায় আবার কেউ ভয়ে টাকা দিচ্ছেন। আশানুরূপ টাকার পরিমাণ না হলে হাতি তার শুঁড় ফিরিয়ে নেয়। তখন আবার ভয়ে অনেকেই টাকার পরিমাণ বাড়িয়ে দেন। পরে চাঁদার টাকা হাতি শুঁড় দিয়ে তার মাহুতকে দেয়।
এদিকে বন বিভাগ বলছে, যেখানে হাতি দিয়ে চাঁদাবাজি করা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে প্রশাসনকে জানানোর জন্য। নির্বাক প্রাণী দিয়ে যারা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হয়।
ব্যবসায়ী ও বাড়ির মালিকের অভিযোগ, কয়েকজন হাতির মালিক সবসময় জেলাৎব্যাপী চাঁদাবাজি করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত হাতি নিয়ে নিয়মিত একেকদিন একেক এলাকায় ঘুরে চাঁদাবাজি চালায়।
কমলগঞ্জের শহীদনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হচ্ছে। একটি হাতির সঙ্গে একটা বাচ্চা ও পিঠে বসে একজন হাতিটিকে পরিচালনা করে। টাকা চাইলে ভয়ে টাকা দিই। তার এই কাজে সহযোগিতা করছেন এক সহযোগী।’
এই ব্যবসায়ী আরও বলেন, প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরানো হয় না। বিষয়টি দেখার যেন কেউ নেই।
শহীদনগর বাজারের ব্যবসায়ী সিপন মিয়া বলেন, বাজার ও সড়কের গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি করছে। হাতির ভয়ে বাধ্য হয়ে চাঁদা দেয় মানুষ।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কাশেম বলেন, ‘এই হাতিকে এক দিনে তিন জায়গায় চাঁদা দিয়েছি। এভাবে প্রতিদিন কোনো-না কোনো হাতিকে চাঁদা দিতে হয়। নয়তো সড়কের মধ্যে দাঁড়িয়ে থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক হাতি পরিচালনাকারী বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই আমরা নিই। বছরের কয়েক মাস বসে দিন কাটাতে হয়; এ জন্য মাঝেমধ্যে হাতি নিয়ে বের হয়ে মানুষদের বিনোদন দিই।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হাতি দিয়ে টাকা তোলা অবৈধ। যেখানে হাতি দিয়ে চাঁদাবাজি করবে, সেই জায়গার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালে তারা ব্যবস্থা নেবে। টাকা আদায়কারীদের বিরুদ্ধে এলাকাবাসীর আরও সোচ্চার হওয়া প্রয়োজন।
মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন সড়কে হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। হাটবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি বসতবাড়ি থেকেও তোলা হচ্ছে চাঁদা। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার আদমপুর এলাকার একটি হাতির সঙ্গে বাচ্চা হাতি নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, সড়ক অবরোধ করে ও বাড়িতে চাঁদাবাজি করছেন। এসব চাঁদাবাজি করছেন হাতির পিঠে বসে জহির মিয়া নামে এক মাহুত।
স্থানীয়রা জানান, জহির মিয়া নানা রকমের শব্দ করে হাতিটি পরিচালিত করেন। আর হাতি তার শুঁড় এগিয়ে দেয় দোকানদারের দিকে। কেউ স্বেচ্ছায় আবার কেউ ভয়ে টাকা দিচ্ছেন। আশানুরূপ টাকার পরিমাণ না হলে হাতি তার শুঁড় ফিরিয়ে নেয়। তখন আবার ভয়ে অনেকেই টাকার পরিমাণ বাড়িয়ে দেন। পরে চাঁদার টাকা হাতি শুঁড় দিয়ে তার মাহুতকে দেয়।
এদিকে বন বিভাগ বলছে, যেখানে হাতি দিয়ে চাঁদাবাজি করা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে প্রশাসনকে জানানোর জন্য। নির্বাক প্রাণী দিয়ে যারা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হয়।
ব্যবসায়ী ও বাড়ির মালিকের অভিযোগ, কয়েকজন হাতির মালিক সবসময় জেলাৎব্যাপী চাঁদাবাজি করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত হাতি নিয়ে নিয়মিত একেকদিন একেক এলাকায় ঘুরে চাঁদাবাজি চালায়।
কমলগঞ্জের শহীদনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হচ্ছে। একটি হাতির সঙ্গে একটা বাচ্চা ও পিঠে বসে একজন হাতিটিকে পরিচালনা করে। টাকা চাইলে ভয়ে টাকা দিই। তার এই কাজে সহযোগিতা করছেন এক সহযোগী।’
এই ব্যবসায়ী আরও বলেন, প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরানো হয় না। বিষয়টি দেখার যেন কেউ নেই।
শহীদনগর বাজারের ব্যবসায়ী সিপন মিয়া বলেন, বাজার ও সড়কের গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি করছে। হাতির ভয়ে বাধ্য হয়ে চাঁদা দেয় মানুষ।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কাশেম বলেন, ‘এই হাতিকে এক দিনে তিন জায়গায় চাঁদা দিয়েছি। এভাবে প্রতিদিন কোনো-না কোনো হাতিকে চাঁদা দিতে হয়। নয়তো সড়কের মধ্যে দাঁড়িয়ে থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক হাতি পরিচালনাকারী বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই আমরা নিই। বছরের কয়েক মাস বসে দিন কাটাতে হয়; এ জন্য মাঝেমধ্যে হাতি নিয়ে বের হয়ে মানুষদের বিনোদন দিই।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হাতি দিয়ে টাকা তোলা অবৈধ। যেখানে হাতি দিয়ে চাঁদাবাজি করবে, সেই জায়গার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালে তারা ব্যবস্থা নেবে। টাকা আদায়কারীদের বিরুদ্ধে এলাকাবাসীর আরও সোচ্চার হওয়া প্রয়োজন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে