রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ এক নারীকে পর পর দুটি পদে নিয়োগ দিয়েছে। কিন্তু একটি পদেরও বেতন পাচ্ছেন না নূর-ই তানজিলা নামের ওই নারী। গত এক বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তিনি। নিজের বেতনের সুরাহা করতে ওই নারী হাসপাতালের এ দপ্তর থেকে ও দপ্তরে ঘুরলেও কাজ হচ্ছে না।
বিষয়টি নিয়ে ওই নারীর শ্বশুর গত রোববার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল পরিচালক বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন। তানজিলা গত বছরের নভেম্বরে প্রথমে হাসপাতালে দরজি শাখায় নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান তাঁকে নিয়োগপত্র দেন। পরে বর্তমান পরিচালক গত জুনে তাঁকে হাসপাতালের লিফটম্যান হিসেবে নিয়োগ দেন।
নূর-ই তানজিলা বলেন, হাসপাতালের দরজি শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকেসহ মোট দুজনকে নিয়োগ দেয়। দুই মাস দায়িত্ব পালনের পর হিসাবরক্ষণ শাখায় বেতন তুলতে গিয়ে জানতে পারেন, বেতন হয়েছে শুধু তাঁর সঙ্গে নিয়োগ পাওয়া সুমি খাতুনের। তাঁর বেতন হয়নি।
তিনি অভিযোগ করেন, জটিলতা নিরসন করে দিতে চেয়ে হাসপাতালের সাবেক প্রধান সহকারী তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়েছিলেন। সমাধান করতে না পেরে তিনি টাকা ফেরত দিয়েছেন। বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন সমস্যার সমাধান করে দেবেন বলে নিয়েছেন আড়াই লাখ টাকা। তা-ও সমাধান করতে পারেননি, টাকাও ফেরত দেননি। তবে, সমস্যা সমাধানের নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন।
এমন অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘মন্ত্রণালয় দরজি শাখায় একজনকে নিয়োগ দিতে বলেছিল, কিন্তু নিয়োগ দেওয়া হয় দুজনকে। আমি এসে বিষয়টি দেখতে পাই। মেয়েটা কান্নাকাটি করছিল বলে আমি আবার লিফটম্যান হিসেবে নিয়োগ দিয়েছি। কিন্তু বেতনটা এখনো চালু করা যায়নি। সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ এক নারীকে পর পর দুটি পদে নিয়োগ দিয়েছে। কিন্তু একটি পদেরও বেতন পাচ্ছেন না নূর-ই তানজিলা নামের ওই নারী। গত এক বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তিনি। নিজের বেতনের সুরাহা করতে ওই নারী হাসপাতালের এ দপ্তর থেকে ও দপ্তরে ঘুরলেও কাজ হচ্ছে না।
বিষয়টি নিয়ে ওই নারীর শ্বশুর গত রোববার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল পরিচালক বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন। তানজিলা গত বছরের নভেম্বরে প্রথমে হাসপাতালে দরজি শাখায় নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান তাঁকে নিয়োগপত্র দেন। পরে বর্তমান পরিচালক গত জুনে তাঁকে হাসপাতালের লিফটম্যান হিসেবে নিয়োগ দেন।
নূর-ই তানজিলা বলেন, হাসপাতালের দরজি শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকেসহ মোট দুজনকে নিয়োগ দেয়। দুই মাস দায়িত্ব পালনের পর হিসাবরক্ষণ শাখায় বেতন তুলতে গিয়ে জানতে পারেন, বেতন হয়েছে শুধু তাঁর সঙ্গে নিয়োগ পাওয়া সুমি খাতুনের। তাঁর বেতন হয়নি।
তিনি অভিযোগ করেন, জটিলতা নিরসন করে দিতে চেয়ে হাসপাতালের সাবেক প্রধান সহকারী তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়েছিলেন। সমাধান করতে না পেরে তিনি টাকা ফেরত দিয়েছেন। বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন সমস্যার সমাধান করে দেবেন বলে নিয়েছেন আড়াই লাখ টাকা। তা-ও সমাধান করতে পারেননি, টাকাও ফেরত দেননি। তবে, সমস্যা সমাধানের নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন।
এমন অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘মন্ত্রণালয় দরজি শাখায় একজনকে নিয়োগ দিতে বলেছিল, কিন্তু নিয়োগ দেওয়া হয় দুজনকে। আমি এসে বিষয়টি দেখতে পাই। মেয়েটা কান্নাকাটি করছিল বলে আমি আবার লিফটম্যান হিসেবে নিয়োগ দিয়েছি। কিন্তু বেতনটা এখনো চালু করা যায়নি। সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে