গণেশ দাস, বগুড়া
বগুড়ার কাহালুতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই চূড়ান্ত বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রকল্পের সভাপতি বলেছেন, কাগজে-কলমে তাঁকে প্রকল্প সভাপতি বানানো হলেও কাজটি বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রকল্প সভাপতি হিসেবে তিনি শুধু বিলে স্বাক্ষর করেছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কাজটির প্রকল্প সভাপতির ভূমিকা পালন করেন ইউএনও পাপিয়া সুলতানা নিজেই। ইউএনও বর্তমানে ছুটিতে দেশের বাইরে থাকায় প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। এ ছাড়া তিনি ইতিমধ্যে কাহালু থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বদলি হয়েছেন।
জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কাজের জন্য বরাদ্দ হয় ৩ লাখ ৩০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রকল্পের সভাপতি করা হয় মুরইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুল্লা প্রামাণিককে।
সরেজমিনে ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পে গেলে সেখানকার বাসিন্দারা জানান, দুই সপ্তাহ আগে পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে ওয়াল নির্মাণ করা হয়। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। বাকি কাজ ও মাটি ভরাট শুরু করা হয়নি।
প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ওবায়দুল্লাহ প্রামাণিক বলেন, ‘আমাকে প্রকল্পের সভাপতি বানানো হলেও কাজ করেছেন ইউএনও স্যার নিজেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসে ডেকে নিয়ে বিলে স্বাক্ষর দিতে বললে আমি স্বাক্ষর করি। ইউএনও এবং পিআইও স্যারদের কথার বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।’
এদিকে গত ১৬ অক্টোবর কাজের মান সন্তোষজনক উল্লেখ করে চূড়ান্ত বিলে স্বাক্ষর করেন করেন ইউএনও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ১৮৫ মিটার গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। পুরো বিল উত্তোলন করা হলেও কাজ থেমে থাকবে না। তবে কাজটি প্রকল্পের সভাপতি বাস্তবায়ন করেছেন কি না? এমন প্রশ্নের উত্তর তিনি দেননি।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বর্তমানে ছুটিতে দেশের বাইরে রয়েছেন। দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রকল্পের বিষয়ে আমার কিছু জানা নেই। আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি।’
কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ বলেন, পুরো বিল উত্তোলন করা হলেও ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পে কিছুটা কাজ হয়েছে। বাকি কাজও করা হবে।
বগুড়ার কাহালুতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই চূড়ান্ত বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রকল্পের সভাপতি বলেছেন, কাগজে-কলমে তাঁকে প্রকল্প সভাপতি বানানো হলেও কাজটি বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রকল্প সভাপতি হিসেবে তিনি শুধু বিলে স্বাক্ষর করেছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কাজটির প্রকল্প সভাপতির ভূমিকা পালন করেন ইউএনও পাপিয়া সুলতানা নিজেই। ইউএনও বর্তমানে ছুটিতে দেশের বাইরে থাকায় প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। এ ছাড়া তিনি ইতিমধ্যে কাহালু থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বদলি হয়েছেন।
জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট কাজের জন্য বরাদ্দ হয় ৩ লাখ ৩০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রকল্পের সভাপতি করা হয় মুরইল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুল্লা প্রামাণিককে।
সরেজমিনে ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পে গেলে সেখানকার বাসিন্দারা জানান, দুই সপ্তাহ আগে পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে ওয়াল নির্মাণ করা হয়। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। বাকি কাজ ও মাটি ভরাট শুরু করা হয়নি।
প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ওবায়দুল্লাহ প্রামাণিক বলেন, ‘আমাকে প্রকল্পের সভাপতি বানানো হলেও কাজ করেছেন ইউএনও স্যার নিজেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসে ডেকে নিয়ে বিলে স্বাক্ষর দিতে বললে আমি স্বাক্ষর করি। ইউএনও এবং পিআইও স্যারদের কথার বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।’
এদিকে গত ১৬ অক্টোবর কাজের মান সন্তোষজনক উল্লেখ করে চূড়ান্ত বিলে স্বাক্ষর করেন করেন ইউএনও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ১৮৫ মিটার গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। পুরো বিল উত্তোলন করা হলেও কাজ থেমে থাকবে না। তবে কাজটি প্রকল্পের সভাপতি বাস্তবায়ন করেছেন কি না? এমন প্রশ্নের উত্তর তিনি দেননি।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বর্তমানে ছুটিতে দেশের বাইরে রয়েছেন। দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রকল্পের বিষয়ে আমার কিছু জানা নেই। আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি।’
কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ বলেন, পুরো বিল উত্তোলন করা হলেও ভাগদুবড়া আশ্রয়ণ প্রকল্পে কিছুটা কাজ হয়েছে। বাকি কাজও করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে