বিজয় দিবসের মাস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ২৮
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৩

প্রায় দুই বছর হলো, পুরো বিশ্বে করোনা হানা দেওয়ার পর থেকে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে স্থান করে নিয়েছে মাস্ক। সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে বাজারে। ফ্যাশন ব্র‌্যান্ডগুলোও বর্তমানে পোশাক ও অন্যান্য অনুষঙ্গের পাশাপাশি ফ্যাশনেবল মাস্ক তৈরিতে উৎসাহী হয়ে উঠেছে। এখন বিভিন্ন উপলক্ষ ধরেও ডিজাইনাররা মাস্কের নকশা করছেন।

ফ্যাশন ব্র‌্যান্ড ইয়েলো বিজয় দিবসকে সামনে রেখে একটি মাস্ক নিয়ে এসেছে। কালো কাপড়ের ওপর স্মৃতিসৌধ আঁকা এই মাস্কে লাল-সবুজ পতাকার রংও ব্যবহার করা হয়েছে। মাস্কটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে নারী-পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন।

এ ছাড়া ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ লাল ও সবুজ রঙের জ্যামিতিক নকশার মাস্ক নিয়ে এসেছে। বিশেষভাবে বিজয় দিবসের জন্যই এ মাস্কগুলো এনেছে রঙ বাংলাদেশ। এ ছাড়া দেশীয় ফ্যাশন হাউস আড়ংয়ে নারীদের জন্য তিন স্তরবিশিষ্ট ভিসকস-কটন মাস্ক, প্রিন্টের তিন স্তরের সুতির মাস্ক ও তিন স্তরের লিনেন মাস্ক পাওয়া যাবে।

বিজয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য ফ্যাশন ব্র‌্যান্ড সারা লাইফস্টাইলে পাওয়া যাবে নানা রকম নকশার মাস্ক। মাস্কগুলো ৩৫ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে কাপল মাস্ক। একটি প্যাকেটে একই নকশার দুটি মাস্ক থাকে। যার দাম পড়বে ১৬০ টাকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত