যেমন ঘরে যেমন পেইন্টিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯: ১১
Thumbnail image

ঘরের দেয়াল সাজাতে সুন্দর পেইন্টিং টাঙালেও মনে রাখতে হবে সব ধরনের পেইন্টিং সব ঘরে মানানসই নয়। কোন ঘরে কোন ধরনের পেইন্টিং রাখা উচিত তা জানাচ্ছেন চিত্রশিল্পী ও মীনা কার্টুন ইউনিসেফ বাংলাদেশের অ্যাপিসোড ডিরেক্টর সুশান্ত কুমার সাহা অনুপম।

গান শুনলে যেমন স্বস্তি পাওয়া যায়, তেমনি বাড়িতে পেইন্টিং রাখলেও মন শান্ত হয়। পেইন্টিং যে কেবল ঘরের শোভা বাড়ায় তা নয়। যাঁরা পেইন্টিং কেনেন, তাঁরা দুটো চিন্তা করে কেনেন। একটি ঘর সাজানোর উদ্দেশ্যে, অন্যটি অনুভব ও উপলব্ধি করে। আবার অনেকে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি সংগ্রহ করতেও কিনে ফেলেন অনেক ছবি।

শোয়ার ঘরে যেমন পেইন্টিং
মানুষ সারা দিন পর বিশ্রাম নেয় শোয়ার ঘরে। এটা হচ্ছে তার একান্ত নিজস্ব জায়গা। তাই এ জায়গাটা খুব শান্তিময় হওয়া দরকার। এই ঘরের দেয়ালে খুব ঠান্ডা ও শান্ত মেজাজের ছবি দেখলে আরামবোধ হয়, এমন পেইন্টিং রাখলে ভালো। উষ্ণ রং ও গভীর অর্থের ছবি এ ঘরে না রাখাই ভালো। বাগানের ছবি, ফুলের ছবি আরামদায়ক রং, যেমন নীল, সবুজ, বেগুনি রং আছে এমন পেইন্টিং রাখুন শোয়ার ঘরে। লাল রঙের ছবি না টাঙানোই ভালো।

ছবি: সুশান্ত কুমার সাহা অনুপমবসার ঘরের শোভাবর্ধনে
বসার ঘরে এমন পেইন্টিং রাখুন, যা আপনার নিজের রুচির সঙ্গে মেলে। আবার যেহেতু অতিথি এলে সেখানেই আপ্যায়ন করা হয়, তাই তাঁরাও যেন সহজভাবে গ্রহণ করতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় রাখুন। নান্দনিক ও যে ছবি দীর্ঘ সময় ধরে দেখা যায়, তেমন ছবি রাখুন বসার ঘরে।

বারান্দা বাদ যাবে না
বারান্দায় অনেকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে ছোট্ট বাগান করে তোলেন। সে ক্ষেত্রে বারান্দার দেয়ালে ছোট ছোট কিছু রঙিন ছবি রাখা যেতে পারে। গাছ রাখার কারণে সেখানে সবুজ রং পাওয়া যায় স্বাভাবিকভাবে। তাই বারান্দায় রাখার জন্য লাল, হলুদ, কমলার মতো উষ্ণ রং আছে এমন পেইন্টিং ব্যবহার করতে পারেন। বৃষ্টির ছাটে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিংবা রোদে নষ্ট না হয় তেমন ছবি বাছাই করুন বারান্দার জন্য। পাশাপাশি ছবির ফ্রেমের দিকেও লক্ষ রাখতে হবে। কাঠের ফ্রেমের পরিবর্তে ফাইবারের ফ্রেম বাছাই করতে হবে বারান্দার জন্য। তাতে ফ্রেম দীর্ঘস্থায়ী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত