মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন দেবর শরিফুল ইসলাম। তাঁর মাথা ও পিঠে দায়ের কোপ পড়েছে।
উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত রাফেজাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনেরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল।
রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম রফিকুলের আপন ছোট ভাই।
গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, ‘সোমবার সকালে আমার ভাগনে তানভীর ও শরিফুলের ছেলে নাহিদ স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়। তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগনে তানভীরকে মারধর করেন।’
আবু হুরায়রা আরও বলেন, ‘আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাঁকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। তখন শরিফুল দা নিয়ে তাঁকে ধাওয়া করেন।’
আবু হুরায়রা বলেন, ‘এরপর জোর করে ঘরে ঢুকে তিনি দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য আমি নিজে সোমবার রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন দেবর শরিফুল ইসলাম। তাঁর মাথা ও পিঠে দায়ের কোপ পড়েছে।
উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত রাফেজাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনেরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল।
রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম রফিকুলের আপন ছোট ভাই।
গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, ‘সোমবার সকালে আমার ভাগনে তানভীর ও শরিফুলের ছেলে নাহিদ স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়। তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগনে তানভীরকে মারধর করেন।’
আবু হুরায়রা আরও বলেন, ‘আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাঁকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। তখন শরিফুল দা নিয়ে তাঁকে ধাওয়া করেন।’
আবু হুরায়রা বলেন, ‘এরপর জোর করে ঘরে ঢুকে তিনি দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য আমি নিজে সোমবার রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে