কলকাতা প্রতিনিধি
ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) নেতা এবং দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া এখন জেলে। আবগারি দুর্নীতি মামলায় গত মাসের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির এক বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি গত শুক্রবার বলেন, দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়ার মতোই অবস্থা হতে পারে আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের। এর পর থেকেই এ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন এএপির নেতা-কর্মীরা।
এদিকে, গতকাল শনিবার সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে রেলের চাকরি কেলেঙ্কারিতে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালু প্রসাদ রেলমন্ত্রী থাকার সময় জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে লালু ছাড়া তাঁর স্ত্রী সাবেক মুখ্যমন্ত্রী রাবরি দেবীকেও জেরা করেছে সিবিআই। তেজস্বীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই তাঁদের হয়রানি করা হচ্ছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকেও দুর্নীতির অভিযোগে গতকাল টানা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিককেও গ্রেপ্তার করা হতে পারে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এসব ঘটনা নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি দলীয় স্বার্থে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।
ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) নেতা এবং দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া এখন জেলে। আবগারি দুর্নীতি মামলায় গত মাসের শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারির এক বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি গত শুক্রবার বলেন, দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়ার মতোই অবস্থা হতে পারে আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের। এর পর থেকেই এ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন এএপির নেতা-কর্মীরা।
এদিকে, গতকাল শনিবার সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে রেলের চাকরি কেলেঙ্কারিতে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালু প্রসাদ রেলমন্ত্রী থাকার সময় জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে লালু ছাড়া তাঁর স্ত্রী সাবেক মুখ্যমন্ত্রী রাবরি দেবীকেও জেরা করেছে সিবিআই। তেজস্বীর অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই তাঁদের হয়রানি করা হচ্ছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকেও দুর্নীতির অভিযোগে গতকাল টানা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিককেও গ্রেপ্তার করা হতে পারে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এসব ঘটনা নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি দলীয় স্বার্থে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪