নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ বছর আগের একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছিলেন লায়লা বেগমের স্বামী ও ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি নগরীর ইপিজেডের ২ নম্বর মাইলের মাথা এলাকায় তাঁকে পেটানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনায় জড়িত ছিলেন পুরোনো ওই হত্যা মামলার আসামি তিন ভাই।
গত সোমবার রাতে ভাইদের মধ্যে পলাতক ইরানকে (৩৩) জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব-৭ সদস্যরা। পরে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
জানা গেছে, গৃহবধূ লায়লা বেগম হত্যায় অভিযুক্ত অপর দুই ভাই মো. আরমান (৩৫) ও মো. ইমতিয়াজ (৩২) দুদিন আগে আদালতে আত্মসমর্পণ করেন। ঘটনার পরই জোরারগঞ্জের একটি কারখানায় শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করেন ইরান।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, গত ১ জানুয়ারি লায়লা বেগমের ওপর দেশি অস্ত্রসহ হামলা চালান ওই তিন ভাই। তাঁকে বাঁচাতে কবির আহমেদ (৬৫) ও ছেলে ওমর ফারুক (৩১) এগিয়ে এলে তাঁদেরও পেটানো হয়। একটি ভিডিও ফুটেজে ওই দৃশ্য দেখা গেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় লায়লা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এম এ ইউসুফ বলেন, শুরুতে মনে হয়েছিল, এটি পারিবারিক বিরোধে ঘটা হত্যাকাণ্ড। তবে অনুসন্ধানে জানা গেছে, এর পেছনে ছিল ২০০৯ সালে ১১ এপ্রিল হওয়া একটি হত্যার ঘটনা। অভিযুক্ত তিনভাই মিলে ওই দিন এরশাদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় বন্দর থানায় মামলা হয়। ওই ঘটনার চাক্ষুস সাক্ষী হিসেবে ছিলেন লায়লা বেগমের স্বামী কবির আহমেদ ও ছেলে ওমর ফারুক।
ওই র্যাব কর্মকর্তা বলেন, এরশাদ হত্যা মামলায় তিন ভাই জেল খেটে বিভিন্ন সময় জামিনে মুক্ত হন। পরে তাঁরা এরশাদ হত্যা মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্ন সময় সাক্ষীদের হুমকি দেন। কিন্তু সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেন। এত ক্ষিপ্ত হয়ে আসামিরা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে লায়লা বেগমের ওপর হামলা চালান।
র্যাব সূত্রে জানা গেছে, ইরানকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। অপর দুই ভাইয়ের নামেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
১২ বছর আগের একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছিলেন লায়লা বেগমের স্বামী ও ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি নগরীর ইপিজেডের ২ নম্বর মাইলের মাথা এলাকায় তাঁকে পেটানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনায় জড়িত ছিলেন পুরোনো ওই হত্যা মামলার আসামি তিন ভাই।
গত সোমবার রাতে ভাইদের মধ্যে পলাতক ইরানকে (৩৩) জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব-৭ সদস্যরা। পরে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
জানা গেছে, গৃহবধূ লায়লা বেগম হত্যায় অভিযুক্ত অপর দুই ভাই মো. আরমান (৩৫) ও মো. ইমতিয়াজ (৩২) দুদিন আগে আদালতে আত্মসমর্পণ করেন। ঘটনার পরই জোরারগঞ্জের একটি কারখানায় শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করেন ইরান।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, গত ১ জানুয়ারি লায়লা বেগমের ওপর দেশি অস্ত্রসহ হামলা চালান ওই তিন ভাই। তাঁকে বাঁচাতে কবির আহমেদ (৬৫) ও ছেলে ওমর ফারুক (৩১) এগিয়ে এলে তাঁদেরও পেটানো হয়। একটি ভিডিও ফুটেজে ওই দৃশ্য দেখা গেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় লায়লা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এম এ ইউসুফ বলেন, শুরুতে মনে হয়েছিল, এটি পারিবারিক বিরোধে ঘটা হত্যাকাণ্ড। তবে অনুসন্ধানে জানা গেছে, এর পেছনে ছিল ২০০৯ সালে ১১ এপ্রিল হওয়া একটি হত্যার ঘটনা। অভিযুক্ত তিনভাই মিলে ওই দিন এরশাদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় বন্দর থানায় মামলা হয়। ওই ঘটনার চাক্ষুস সাক্ষী হিসেবে ছিলেন লায়লা বেগমের স্বামী কবির আহমেদ ও ছেলে ওমর ফারুক।
ওই র্যাব কর্মকর্তা বলেন, এরশাদ হত্যা মামলায় তিন ভাই জেল খেটে বিভিন্ন সময় জামিনে মুক্ত হন। পরে তাঁরা এরশাদ হত্যা মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্ন সময় সাক্ষীদের হুমকি দেন। কিন্তু সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেন। এত ক্ষিপ্ত হয়ে আসামিরা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে লায়লা বেগমের ওপর হামলা চালান।
র্যাব সূত্রে জানা গেছে, ইরানকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। অপর দুই ভাইয়ের নামেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে