নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট। রাজধানীর মোহাম্মদপুর তিনরাস্তা দিয়ে সিকদার মেডিকেলের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী সানোয়ার হোসেন। রায়েরবাজারে পৌঁছালে ৫-৬ জন তরুণ তাঁর গতিরোধ করেন।
তাঁদের প্রত্যেকের হাতে ছিল ছোরা, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা সানোয়ারের মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ছিনিয়ে নেয়। কেবল পথচারী নয়, গাবতলী-সদরঘাটের এই বেড়িবাঁধে অটোরিকশা, গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গণছিনতাই করছে সন্ত্রাসীরা। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের পর রাত হলেই ঢুকে পড়ছে মহল্লায় ডাকাতিতে। বেড়িবাঁধে এমন ছিনতাইয়ের খবরে গতকাল সেখানে পাহারা বসায় চরমোনাই পীরের অনুসারীরা।
গভীর রাত পর্যন্ত চলে পাহারা। এরপরও রাতে মোহাম্মদপুরের নূরজাহান রোড, শিয়া মসজিদ, বাঁশবাড়ি, ঢাকা উদ্যানে অনেক বাড়ির দরজা ভেঙে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ডাকাতি হয়েছে দোকানপাটেও। ডাকাতির খবর পাওয়া গেছে আদাবরের শেখেরটেক, রিং রোডসহ বিভিন্ন এলাকায়ও। এই অবস্থায় গভীর রাতে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এরপর বাসিন্দারা নিজেরাই পাহারা বসায়। ডাকাতদের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি আদাবরের একটি বাড়িতে ডাকাতেরা গুলি করায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
রাতে ডাকাতি ও ছিনতাইয়ের কারণে অনেকে সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন দিয়েছেন। সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
মুহাম্মদ রাসেল নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা সংগঠিত হয়ে পাহারা দিচ্ছি। ছিনতাই লুটপাট চাইলেই ঐক্যবদ্ধভাবে কঠোরভাবে দমন করা যায়। আমরা সেই চেষ্টা করছি।’
রাসেল পরামর্শ দেন, মোহাম্মদপুর এতই বড় জায়গা যে এক এলাকার লোক আরেক এলাকায় সাহায্যের জন্য আসতেই অনেক সময় লেগে যাবে। তাই নিজ নিজ এলাকার বাসিন্দাদের সংগঠিত হয়ে পাহারা দিতে হবে।
কেবল মোহাম্মদপুর নয়, ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাড্ডার আফতাবনগর, হাতিরঝিল, রূপনগর, ভাটারা, খিলক্ষেত, যাত্রাবাড়ী, শ্যামপুরের নিচের দিকের এলাকায়ও। এ ছাড়া পুরান ঢাকার বিভিন্ন জায়গায় রাতে দল বেঁধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর বাইরে ঢাকার সাভার, আশুলিয়া, বাইপাইল, গাজীপুরের শ্রীপুর, হবিগঞ্জের চুনারুঘাট, টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জ, নড়াইল ও মুন্সিগঞ্জে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আশুলিয়ার মুদিদোকানি রেজাউল হাসান বলেন, পুলিশ না থাকায় বাইপাইল এলাকায় কয়েকটি বাসা ও দোকানে লুটপাট করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় বাসিন্দারা বসে একটি কমিটি গঠন করেছেন। থানায় পুলিশ না আসা পর্যন্ত নিজেরা পাড়া-মহল্লায় পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে বুধবার ভোররাতে একদল দুষ্কৃতকারী বেক্সিমকো কোম্পানির একটি অ্যাগ্রো ফার্মের শতাধিক গরু ও ভেড়া লুটে নিয়ে গেছে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন জানান, কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় দুষ্কৃতকারীরা।
ফরিদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই খায়রুজামান ওরফে খাজা বাহিনীর নেতৃত্বে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের কানাইপুরের বাড়িতে এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে বিএনপিদলীয় পরিচয়ে বাড়ি ভাঙচুর করে লুটপাট, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাঙচুর লুট ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
অপরদিকে পাবনার আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক মহল্লায় এক সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল এ সময় টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ২৫ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে যায়।
চলমান পরিস্থিতিতে আজ সন্ধ্যার মধ্যে সারা দেশের সব পুলিশ সদস্যকে নিজ নিজ পুলিশ লাইনস, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
আইজি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।
জনরোষের মুখে গত সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার থানাগুলোতে হামলা হয়। এরপর থেকে তিন দিন ধরে থানাগুলোতে পুলিশের উপস্থিতি কম। ঢাকার বেশির ভাগ থানায় পুলিশ নেই। পুলিশের সব টহল বন্ধ রয়েছে।
বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট। রাজধানীর মোহাম্মদপুর তিনরাস্তা দিয়ে সিকদার মেডিকেলের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী সানোয়ার হোসেন। রায়েরবাজারে পৌঁছালে ৫-৬ জন তরুণ তাঁর গতিরোধ করেন।
তাঁদের প্রত্যেকের হাতে ছিল ছোরা, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা সানোয়ারের মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ছিনিয়ে নেয়। কেবল পথচারী নয়, গাবতলী-সদরঘাটের এই বেড়িবাঁধে অটোরিকশা, গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গণছিনতাই করছে সন্ত্রাসীরা। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের পর রাত হলেই ঢুকে পড়ছে মহল্লায় ডাকাতিতে। বেড়িবাঁধে এমন ছিনতাইয়ের খবরে গতকাল সেখানে পাহারা বসায় চরমোনাই পীরের অনুসারীরা।
গভীর রাত পর্যন্ত চলে পাহারা। এরপরও রাতে মোহাম্মদপুরের নূরজাহান রোড, শিয়া মসজিদ, বাঁশবাড়ি, ঢাকা উদ্যানে অনেক বাড়ির দরজা ভেঙে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ডাকাতি হয়েছে দোকানপাটেও। ডাকাতির খবর পাওয়া গেছে আদাবরের শেখেরটেক, রিং রোডসহ বিভিন্ন এলাকায়ও। এই অবস্থায় গভীর রাতে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এরপর বাসিন্দারা নিজেরাই পাহারা বসায়। ডাকাতদের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি আদাবরের একটি বাড়িতে ডাকাতেরা গুলি করায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
রাতে ডাকাতি ও ছিনতাইয়ের কারণে অনেকে সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন দিয়েছেন। সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
মুহাম্মদ রাসেল নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা সংগঠিত হয়ে পাহারা দিচ্ছি। ছিনতাই লুটপাট চাইলেই ঐক্যবদ্ধভাবে কঠোরভাবে দমন করা যায়। আমরা সেই চেষ্টা করছি।’
রাসেল পরামর্শ দেন, মোহাম্মদপুর এতই বড় জায়গা যে এক এলাকার লোক আরেক এলাকায় সাহায্যের জন্য আসতেই অনেক সময় লেগে যাবে। তাই নিজ নিজ এলাকার বাসিন্দাদের সংগঠিত হয়ে পাহারা দিতে হবে।
কেবল মোহাম্মদপুর নয়, ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাড্ডার আফতাবনগর, হাতিরঝিল, রূপনগর, ভাটারা, খিলক্ষেত, যাত্রাবাড়ী, শ্যামপুরের নিচের দিকের এলাকায়ও। এ ছাড়া পুরান ঢাকার বিভিন্ন জায়গায় রাতে দল বেঁধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর বাইরে ঢাকার সাভার, আশুলিয়া, বাইপাইল, গাজীপুরের শ্রীপুর, হবিগঞ্জের চুনারুঘাট, টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জ, নড়াইল ও মুন্সিগঞ্জে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আশুলিয়ার মুদিদোকানি রেজাউল হাসান বলেন, পুলিশ না থাকায় বাইপাইল এলাকায় কয়েকটি বাসা ও দোকানে লুটপাট করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় বাসিন্দারা বসে একটি কমিটি গঠন করেছেন। থানায় পুলিশ না আসা পর্যন্ত নিজেরা পাড়া-মহল্লায় পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে বুধবার ভোররাতে একদল দুষ্কৃতকারী বেক্সিমকো কোম্পানির একটি অ্যাগ্রো ফার্মের শতাধিক গরু ও ভেড়া লুটে নিয়ে গেছে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন জানান, কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় দুষ্কৃতকারীরা।
ফরিদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই খায়রুজামান ওরফে খাজা বাহিনীর নেতৃত্বে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের কানাইপুরের বাড়িতে এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে বিএনপিদলীয় পরিচয়ে বাড়ি ভাঙচুর করে লুটপাট, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাঙচুর লুট ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
অপরদিকে পাবনার আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক মহল্লায় এক সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল এ সময় টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ২৫ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে যায়।
চলমান পরিস্থিতিতে আজ সন্ধ্যার মধ্যে সারা দেশের সব পুলিশ সদস্যকে নিজ নিজ পুলিশ লাইনস, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
আইজি বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।
জনরোষের মুখে গত সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার থানাগুলোতে হামলা হয়। এরপর থেকে তিন দিন ধরে থানাগুলোতে পুলিশের উপস্থিতি কম। ঢাকার বেশির ভাগ থানায় পুলিশ নেই। পুলিশের সব টহল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে