রাজশাহী প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার রেকর্ড গড়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থীই পাস করেছেন। রাজশাহী বোর্ডে অতীতে কখনো এত বেশি শিক্ষার্থী পাস করেননি। এবারের ফলাফল দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয়।
গতকাল রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, বিভাগের আট জেলা থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৪৮৪ জন অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। গড় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
রাজশাহী বোর্ডে এবারও পাসের হারে এগিয়ে ছাত্রীরা। এবার ৯৮ দশমিক ৫১ শতাংশ ছাত্র এবং ৯৬ দশমিক ৫১ শতাংশ ছাত্রী পাস করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাসের হারে ছাত্রীরা এগিয়ে। করোনাকালে এইচএসসি পরীক্ষা না হওয়ায় ২০২০ সালে ছাত্র ও ছাত্রী—সবার পাসের হার শতভাগ। এই অটো পাস বাদ দিলে এবারের ৯৭ দশমিক ২৯ শতাংশের বেশি পাসের হার অতীতে রাজশাহী শিক্ষা বোর্ডে আর হয়নি। ২০১৫ সালে সর্বোচ্চ পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৪ শতাংশ।
রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘সব বিষয়ের পরীক্ষা হলে এই ফলাফল আসত না। এটা আমাদের মন্দের ভালো, মেনে নিতে হবে। এখন প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে যেন সব পরীক্ষা হয়। তাহলে শিক্ষার্থীরা নিজেদের মেধা নির্ণয় করতে শিখবে।’ তিনি মনে করেন, ‘শিক্ষার্থীরা এবার নিজেদের ভালো ফল দেখেও উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হোঁচট খাবে। তখন তাদের মনোবল ভেঙে পড়বে। অনেক অভিভাবকও এতে কষ্ট পাবেন।’
তবে এত ভালো ফল নেতিবাচক হিসেবে দেখছেন না রাজশাহী সরকারি সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সানাউল্লাহ শেখ। তিনি বলেন, ‘করোনাকালে আমাদের অবস্থার প্রেক্ষাপটে এই ফলাফল অগ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘করোনাকালীন সীমিতসংখ্যক কোর্স দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কম সাবজেক্ট ভালো করে পড়াশোনা করেছে। ভালো করে পরীক্ষা দিয়েছে। এতে ফল ভালো হয়েছে। তবে মেধা যাচাইয়ে শিক্ষার্থীরা হোঁচট খাবে না। কারণ, সবাই একই ভুক্তভোগী। তাই এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেই বিষয়গুলোর ওপর যেন ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো এ পন্থা অবলম্বন করলে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের নতুন কোনো সমস্যায় পড়তে হবে না।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এবার সংক্ষিপ্ত সিলেবাস ছিল। পরীক্ষায় ইংরেজি ছিল না। সাধারণত ইংরেজির জন্য ফল অনেক খারাপ হয়ে যায়। ইংরেজি না থাকা এবং সংক্ষিপ্ত সিলেবাসের কারণে ফল ভালো হয়েছে।’ এই ফলাফল নিয়ে তাঁরা সন্তুষ্ট বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলার ৭৫৯টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মোট ২০০টি কেন্দ্রে পরীক্ষা হয়। এবার ১৬২টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিল সর্বোচ্চ ৩৪। পরীক্ষা চলাকালে বোর্ডের কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি।
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার রেকর্ড গড়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থীই পাস করেছেন। রাজশাহী বোর্ডে অতীতে কখনো এত বেশি শিক্ষার্থী পাস করেননি। এবারের ফলাফল দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয়।
গতকাল রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, বিভাগের আট জেলা থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৪৮৪ জন অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। গড় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
রাজশাহী বোর্ডে এবারও পাসের হারে এগিয়ে ছাত্রীরা। এবার ৯৮ দশমিক ৫১ শতাংশ ছাত্র এবং ৯৬ দশমিক ৫১ শতাংশ ছাত্রী পাস করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাসের হারে ছাত্রীরা এগিয়ে। করোনাকালে এইচএসসি পরীক্ষা না হওয়ায় ২০২০ সালে ছাত্র ও ছাত্রী—সবার পাসের হার শতভাগ। এই অটো পাস বাদ দিলে এবারের ৯৭ দশমিক ২৯ শতাংশের বেশি পাসের হার অতীতে রাজশাহী শিক্ষা বোর্ডে আর হয়নি। ২০১৫ সালে সর্বোচ্চ পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৪ শতাংশ।
রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘সব বিষয়ের পরীক্ষা হলে এই ফলাফল আসত না। এটা আমাদের মন্দের ভালো, মেনে নিতে হবে। এখন প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে যেন সব পরীক্ষা হয়। তাহলে শিক্ষার্থীরা নিজেদের মেধা নির্ণয় করতে শিখবে।’ তিনি মনে করেন, ‘শিক্ষার্থীরা এবার নিজেদের ভালো ফল দেখেও উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হোঁচট খাবে। তখন তাদের মনোবল ভেঙে পড়বে। অনেক অভিভাবকও এতে কষ্ট পাবেন।’
তবে এত ভালো ফল নেতিবাচক হিসেবে দেখছেন না রাজশাহী সরকারি সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সানাউল্লাহ শেখ। তিনি বলেন, ‘করোনাকালে আমাদের অবস্থার প্রেক্ষাপটে এই ফলাফল অগ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘করোনাকালীন সীমিতসংখ্যক কোর্স দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কম সাবজেক্ট ভালো করে পড়াশোনা করেছে। ভালো করে পরীক্ষা দিয়েছে। এতে ফল ভালো হয়েছে। তবে মেধা যাচাইয়ে শিক্ষার্থীরা হোঁচট খাবে না। কারণ, সবাই একই ভুক্তভোগী। তাই এবার যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেই বিষয়গুলোর ওপর যেন ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলো এ পন্থা অবলম্বন করলে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের নতুন কোনো সমস্যায় পড়তে হবে না।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এবার সংক্ষিপ্ত সিলেবাস ছিল। পরীক্ষায় ইংরেজি ছিল না। সাধারণত ইংরেজির জন্য ফল অনেক খারাপ হয়ে যায়। ইংরেজি না থাকা এবং সংক্ষিপ্ত সিলেবাসের কারণে ফল ভালো হয়েছে।’ এই ফলাফল নিয়ে তাঁরা সন্তুষ্ট বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলার ৭৫৯টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মোট ২০০টি কেন্দ্রে পরীক্ষা হয়। এবার ১৬২টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিল সর্বোচ্চ ৩৪। পরীক্ষা চলাকালে বোর্ডের কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে