নবনির্মিত বন্যা আশ্রয়ণকেন্দ্রের চাবি হস্তান্তর

মধুপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৬
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮: ০৯

মধুপুরে নবনির্মিত অত্যাধুনিক বন্যা আশ্রয়ণ কেন্দ্রের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন প্রধান শিক্ষকের হাতে চাবি তুলে দেন।

জানা গেছে, মধুপুরের সাংসদ ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের উদ্যোগ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বন্যা দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এ ভবন নির্মাণ করা হয়েছে। ৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক তিনতলা এ ভবন নির্মাণ করা হয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ আওয়াল হোসেন গত ৮ নভেম্বর উচ্ছল কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে নির্মিত এ ভবনটি বুঝে নেন। পরে গতকাল বিকেলে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম এ হামিদ বাচ্চুর হাতে ওই ভবনের চাবি হস্তান্তর করেন।

এ সময় সহকারী প্রধান শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক আতিকুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও শামীমা ইয়াসমিন বলেন, অত্যাধুনিক এই আশ্রয়ণ কেন্দ্রটি জনগণের আমানত। বন্যা দুর্গত মানুষেরা যেন বিপদের সময় নিরাপদে আশ্রয় নিতে পারে সে জন্যই সরকার এই ভবন নির্মাণ করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত