সানজিদা সামরিন, ঢাকা
আকাশ ফেটে মাঝেমধ্যে বৃষ্টি নামলেও গরম কিন্তু রেহাই দিচ্ছে না। এরপর আসছে ঈদুল আজহা। এই ঈদে রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে। আর তাই কাপড় সুতির হলে মিলবে আরাম। খেয়াল করলে দেখা যায়, ঘরে পরার জন্য় হোক বা অনুষ্ঠানে ইদানীং তাঁতের শাড়ি কিন্তু দারুণ প্রাধান্য় পাচ্ছে। এ ছাড়া তাঁতের শাড়ি কর্মজীবী নারীরা রোজ অফিসে পরার জন্য়ও রাখছেন পছন্দের তালিকায়।
পরিধানকারীর আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ডিজাইনাররাও হ্যান্ডলুম বা তাঁতের শাড়ির ওপর বিভিন্ন ধরনের ভ্য়ালু অ্যাড করছেন। গরমে চোখের আরামের জন্য কাপড়ের রং বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদ আত্তি দুজনের উদ্যোগে গড়ে ওঠে ‘খুঁত’। এটি মূলত তাঁতের শাড়ির জন্য জনপ্রিয়। প্রথমে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রির কাজ শুরু করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট হয়।
হ্যান্ডলুমের শাড়ির নকশা নিয়ে কথা হয়েছিল খুঁতের দুই ডিজাইনার ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদের সঙ্গে। তাঁরা জানান, সাধারণত তাঁতের শাড়ির ওপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতে সেলাই ও প্যাচওয়ার্ক করা হয়। এসব শাড়ির ক্রেতা কারা? এই প্রসঙ্গে তাঁরা জানান, যখন প্রথম কাজ শুরু করেন, তখন সেভাবে কোনো ধারণা নিয়ে এগোননি যে কারা এগুলো কিনবেন। পরবর্তী সময়ে দেখা গেছে খুঁতের শাড়ির টার্গেট কাস্টমার আসলে ধরাবাঁধা নয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও যেমন তাদের শাড়ি কিনছেন তেমনি কর্মজীবী নারী ও তরুণীরাও কিনছেন। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ নারীরাও তাঁতের শাড়ির অনেক বেশি কদর করছেন।
ফারহানা হামিদ আত্তি বলেন, ‘আমার মনে হয়, আমাদের দেশের আবহাওয়ার কারণেই এ ধরনের শাড়ি পরে আরাম পাওয়া যায় ও সহজে পরে ফেলা যায়। তাই চাহিদাও বেশি।’
খুঁতে ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের শাড়িও পাওয়া যায়। ফলে কাস্টমার রেঞ্জও ভিন্ন। শাড়ি ছাড়াও প্যাচওয়ার্কের স্কার্ট, টপস, প্যান্ট, সালোয়ার, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি ইত্য়াদিও তৈরি করছে খুঁত।
পোশাকের ফেসবুক পেজ ‘কইন্যা’র স্বত্বাধিকারী বাঁধন মাহমুদ বলেন, ‘প্লেইন হ্যান্ডলুম শাড়ির ওপর ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট করছি আমরা। এ ছাড়া বিভিন্ন রঙের কম্বিনেশনের পাড়ের শাড়ি নিয়ে কাজ চলছে। একরঙা তাঁতের শাড়ি, যার আঁচলটা হয়তো অন্য় রঙের বা আঁচল আর কুচি একই রঙের আর জমিন আলাদা রঙের এমন শাড়ির ওপর আমরা ভ্যালু অ্যাড করি। যেমন, একরঙা শাড়ির ওপর মেরিলিন মনরো, যামিনী রায়, সত্য়জিৎ রায়সহ অন্য়ান্য় মোটিফে শাড়ি করেছি আমরা। সব সময়ই নতুন কিছু যোগ হচ্ছে।’
আকাশ ফেটে মাঝেমধ্যে বৃষ্টি নামলেও গরম কিন্তু রেহাই দিচ্ছে না। এরপর আসছে ঈদুল আজহা। এই ঈদে রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে। আর তাই কাপড় সুতির হলে মিলবে আরাম। খেয়াল করলে দেখা যায়, ঘরে পরার জন্য় হোক বা অনুষ্ঠানে ইদানীং তাঁতের শাড়ি কিন্তু দারুণ প্রাধান্য় পাচ্ছে। এ ছাড়া তাঁতের শাড়ি কর্মজীবী নারীরা রোজ অফিসে পরার জন্য়ও রাখছেন পছন্দের তালিকায়।
পরিধানকারীর আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ডিজাইনাররাও হ্যান্ডলুম বা তাঁতের শাড়ির ওপর বিভিন্ন ধরনের ভ্য়ালু অ্যাড করছেন। গরমে চোখের আরামের জন্য কাপড়ের রং বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদ আত্তি দুজনের উদ্যোগে গড়ে ওঠে ‘খুঁত’। এটি মূলত তাঁতের শাড়ির জন্য জনপ্রিয়। প্রথমে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রির কাজ শুরু করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট হয়।
হ্যান্ডলুমের শাড়ির নকশা নিয়ে কথা হয়েছিল খুঁতের দুই ডিজাইনার ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদের সঙ্গে। তাঁরা জানান, সাধারণত তাঁতের শাড়ির ওপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতে সেলাই ও প্যাচওয়ার্ক করা হয়। এসব শাড়ির ক্রেতা কারা? এই প্রসঙ্গে তাঁরা জানান, যখন প্রথম কাজ শুরু করেন, তখন সেভাবে কোনো ধারণা নিয়ে এগোননি যে কারা এগুলো কিনবেন। পরবর্তী সময়ে দেখা গেছে খুঁতের শাড়ির টার্গেট কাস্টমার আসলে ধরাবাঁধা নয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও যেমন তাদের শাড়ি কিনছেন তেমনি কর্মজীবী নারী ও তরুণীরাও কিনছেন। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ নারীরাও তাঁতের শাড়ির অনেক বেশি কদর করছেন।
ফারহানা হামিদ আত্তি বলেন, ‘আমার মনে হয়, আমাদের দেশের আবহাওয়ার কারণেই এ ধরনের শাড়ি পরে আরাম পাওয়া যায় ও সহজে পরে ফেলা যায়। তাই চাহিদাও বেশি।’
খুঁতে ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের শাড়িও পাওয়া যায়। ফলে কাস্টমার রেঞ্জও ভিন্ন। শাড়ি ছাড়াও প্যাচওয়ার্কের স্কার্ট, টপস, প্যান্ট, সালোয়ার, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি ইত্য়াদিও তৈরি করছে খুঁত।
পোশাকের ফেসবুক পেজ ‘কইন্যা’র স্বত্বাধিকারী বাঁধন মাহমুদ বলেন, ‘প্লেইন হ্যান্ডলুম শাড়ির ওপর ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট করছি আমরা। এ ছাড়া বিভিন্ন রঙের কম্বিনেশনের পাড়ের শাড়ি নিয়ে কাজ চলছে। একরঙা তাঁতের শাড়ি, যার আঁচলটা হয়তো অন্য় রঙের বা আঁচল আর কুচি একই রঙের আর জমিন আলাদা রঙের এমন শাড়ির ওপর আমরা ভ্যালু অ্যাড করি। যেমন, একরঙা শাড়ির ওপর মেরিলিন মনরো, যামিনী রায়, সত্য়জিৎ রায়সহ অন্য়ান্য় মোটিফে শাড়ি করেছি আমরা। সব সময়ই নতুন কিছু যোগ হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে