নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা এ কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম শাহিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম শাহিন চৌধুরী অভিযোগ করে বলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কুরুচিপূর্ণ ও বিষোদ্গারমূলক ব্যক্তিগত আক্রমণ করে বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি এ কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ ক্রমান্বয়ে অস্থিতিশীল ও ঘোলাটে করছেন।
নজরুল ইসলাম শাহিন চৌধুরী বলেন, গত সোমবার বিকেলে তাঁর (শাহিন) নারী কর্মী ও ১ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেনা আক্তারের বাড়িতে আবদুল কাদের মির্জা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর নেতৃত্বে তাঁর অনুসারীরা হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা শাহেদার প্রবাসী স্বামী মিজানুর রহমান ও তাঁর বৃদ্ধ মাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীদের কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর থেকে আবদুল কাদের মির্জা সমর্থিত প্রার্থী আইয়ুব আলীর পক্ষে বহিরাগত সন্ত্রাসী অস্ত্রধারীরা প্রতিনিয়ত এলাকায় এসে মহড়া দিচ্ছেন। তাঁর কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে অভিযোগের বিষয়ে মির্জা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বলেন, গত সোমবার বিকেলে তাঁর কিছু নারী কর্মী তিন নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিল। পথে এক নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তারের স্বামী মিজানুর রহমান ও তাঁর ভাই কচি তাঁদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তিনিসহ তাঁর অনুসারীরা সেখানে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা অনুসারীরা ধাওয়া করলে হামলাকারীরা বাড়িতে ঢুকে যায়। এরপর তাঁরা নিজেরাই নিজেদের ঘরে ভাঙচুর করে এখন অপপ্রচার চালাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, মৌখিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা এ কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম শাহিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম শাহিন চৌধুরী অভিযোগ করে বলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কুরুচিপূর্ণ ও বিষোদ্গারমূলক ব্যক্তিগত আক্রমণ করে বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি এ কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ ক্রমান্বয়ে অস্থিতিশীল ও ঘোলাটে করছেন।
নজরুল ইসলাম শাহিন চৌধুরী বলেন, গত সোমবার বিকেলে তাঁর (শাহিন) নারী কর্মী ও ১ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেনা আক্তারের বাড়িতে আবদুল কাদের মির্জা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর নেতৃত্বে তাঁর অনুসারীরা হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা শাহেদার প্রবাসী স্বামী মিজানুর রহমান ও তাঁর বৃদ্ধ মাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীদের কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর থেকে আবদুল কাদের মির্জা সমর্থিত প্রার্থী আইয়ুব আলীর পক্ষে বহিরাগত সন্ত্রাসী অস্ত্রধারীরা প্রতিনিয়ত এলাকায় এসে মহড়া দিচ্ছেন। তাঁর কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে অভিযোগের বিষয়ে মির্জা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বলেন, গত সোমবার বিকেলে তাঁর কিছু নারী কর্মী তিন নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিল। পথে এক নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তারের স্বামী মিজানুর রহমান ও তাঁর ভাই কচি তাঁদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তিনিসহ তাঁর অনুসারীরা সেখানে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা অনুসারীরা ধাওয়া করলে হামলাকারীরা বাড়িতে ঢুকে যায়। এরপর তাঁরা নিজেরাই নিজেদের ঘরে ভাঙচুর করে এখন অপপ্রচার চালাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, মৌখিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে