নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। শিশুবান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে এসব ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, তিনটি প্রকল্পের মাধ্যমে ৫৮ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ৬৬টি বিদ্যালয়ে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৫টি বিদ্যালয়ের কাজও প্রায় শেষের দিকে। এ ছাড়া দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে আরও ১৪টি বিদ্যালয়ের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়নে এই ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য নিরাপদ পানি সরবরাহ, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সংযোগ সড়ক, ড্রেনেজব্যবস্থা, চিলড্রেনস প্লে-কর্নার, অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা, দেয়াল সজ্জাকরণসহ নানা উপকরণ। প্রতিটি ক্লাসরুমে ৪০ জন করে শিক্ষার্থীর বসার আসন ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উন্নত পরিবেশে শিক্ষাদানের বিষয় বিবেচনায় রেখে বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক সাজসজ্জায় নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতর হারও বৃদ্ধি পাবে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবনগুলো পেয়ে স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। চতুর্থ শ্রেণিপড়ুয়া শাহিন আলম নামের এক শিক্ষার্থী জানায়, অনেক দিন করোনার কারণে স্কুলে আসা হয়নি। এখন স্কুলে এসে দেখা গেছে স্কুলে নতুন ভবন হয়েছে। এখন থেকে ক্লাসের আর কোনো সমস্যা থাকবে না।
এ ব্যাপারে নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পৌর এলাকার আলিয়াবাদ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সবুজ বলেন, সাংসদ এবাদুল করিম বুলবুলের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলায় আর কোনো প্রাথমিক বিদ্যালয় ভবনের সংকট নেই। স্কুলের সমস্যা নিয়ে যখনই সাংসদের কাছে যাওয়া হয়েছে, তখনই তিনি সমাধান করেছেন।
স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, সাংসদ হিসেবে প্রথম লক্ষ্যই হলো শিক্ষার মান উন্নয়নে কাজ করা। এ জন্য প্রতিটি প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষার মান উন্নয়নে খোঁজখবর রাখা হচ্ছে নিয়মিত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। শিশুবান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার মান বৃদ্ধি করতে এসব ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, তিনটি প্রকল্পের মাধ্যমে ৫৮ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ৬৬টি বিদ্যালয়ে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৫টি বিদ্যালয়ের কাজও প্রায় শেষের দিকে। এ ছাড়া দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে আরও ১৪টি বিদ্যালয়ের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ২১টি ইউনিয়নে এই ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য নিরাপদ পানি সরবরাহ, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সংযোগ সড়ক, ড্রেনেজব্যবস্থা, চিলড্রেনস প্লে-কর্নার, অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা, দেয়াল সজ্জাকরণসহ নানা উপকরণ। প্রতিটি ক্লাসরুমে ৪০ জন করে শিক্ষার্থীর বসার আসন ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উন্নত পরিবেশে শিক্ষাদানের বিষয় বিবেচনায় রেখে বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক সাজসজ্জায় নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতর হারও বৃদ্ধি পাবে।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবনগুলো পেয়ে স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। চতুর্থ শ্রেণিপড়ুয়া শাহিন আলম নামের এক শিক্ষার্থী জানায়, অনেক দিন করোনার কারণে স্কুলে আসা হয়নি। এখন স্কুলে এসে দেখা গেছে স্কুলে নতুন ভবন হয়েছে। এখন থেকে ক্লাসের আর কোনো সমস্যা থাকবে না।
এ ব্যাপারে নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পৌর এলাকার আলিয়াবাদ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সবুজ বলেন, সাংসদ এবাদুল করিম বুলবুলের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলায় আর কোনো প্রাথমিক বিদ্যালয় ভবনের সংকট নেই। স্কুলের সমস্যা নিয়ে যখনই সাংসদের কাছে যাওয়া হয়েছে, তখনই তিনি সমাধান করেছেন।
স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, সাংসদ হিসেবে প্রথম লক্ষ্যই হলো শিক্ষার মান উন্নয়নে কাজ করা। এ জন্য প্রতিটি প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষার মান উন্নয়নে খোঁজখবর রাখা হচ্ছে নিয়মিত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে