আয়নাল হোসেন, ঢাকা
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। এই অবস্থায় ত্রাণ হিসেবে খাদ্য ও পোশাকের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাঠানো হচ্ছে বন্যার্তদের কাছে। আর এতে বাজারে বেড়ে গেছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম। স্বাভাবিক সময়ে যে ট্যাবলেট এক বক্স (১০০ পিস) ১০০ টাকার মধ্যে বিক্রি হতো, এখন তা কিনতে হাজার টাকা গুনতে হচ্ছে।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি শুকনো চিড়ার দামও বেড়েছে। ৬০ টাকা কেজির চিড়া এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এভাবে দাম বাড়ানোর জন্য যথারীতি সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স আলিফ-লাম মিম মডেল ফার্মেসির স্বত্বাধিকারী জাকির হোসেন রনি বলেন, বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের তীব্র সংকট চলছে। সংকটের কারণে ১০০ টাকা বক্সের ট্যাবলেট ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিজেরা কিনে বাড়তি দামে বিক্রি করছেন।
গতকাল পুরান ঢাকার মিটফোর্ড, বাবুবাজার, ইসলামপুর, শাহবাগসহ বিভিন্ন ফার্মেসিতে খোঁজ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়নি। দোকানিরা জানান, চাহিদা বাড়ায় একশ্রেণির ব্যবসায়ী ও দালালেরা এই ট্যাবলেট মজুত করে অস্বাভাবিক দামে বিক্রি করছে।
হেলথ কনজ্যুমার্স রাইট ফোরামের সদস্যসচিব ইবনুল সাঈদ রানা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ মুহূর্তে বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে ছলচাতুরী চলবে না।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সোনিয়ার ল্যাবরেটরিজ লিমিটেড ও অ্যামিকো ফার্মাসিউটিক্যালস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তৈরি ও বাজারজাত করে। তবে অ্যামিকো ফার্মার ট্যাবলেট এখন বাজারে নেই। বাজারে হঠাৎ চাহিদা দেখা দেওয়ায় সংকট তৈরি হয়েছে।
সোনিয়ার ল্যাবরেটরিজের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, বর্তমানে দৈনিক চাহিদা তিন-চার লাখ ট্যাবলেট। কিন্তু তৈরি হচ্ছে এক হাজারের মতো। আগে যাদের বিনা মূল্যে দেওয়া হয়েছিল, তারা বাড়তি দামে বিক্রি করছে।
এদিকে বাজারে খাওয়ার স্যালাইন, চিড়ার সংকট দেখা দিয়েছে। চিড়া বিক্রেতারা দাম বাড়ানোয় একে অপরকে দোষারোপ করছেন।
পুরান ঢাকার মৌলভীবাজারের মুদিদোকানি সাইফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগেও তিনি প্রতি কেজি চিড়া ৬০ টাকায় বিক্রি করেছিলেন, বর্তমানে তা ৯০ টাকায় বিক্রি করছেন।
এ বাজারের চিড়া বিক্রেতা আনিসুর রহমান বলেন, তাঁর দোকানে চিড়া নেই। তিন দিন ধরে বিক্রি বন্ধ রেখেছেন। আগে ২৫ কেজি ১ হাজার ৩০০ টাকায় কিনেছিলেন। এখন তা ২ হাজারে নিতে হয়।
বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। এই অবস্থায় ত্রাণ হিসেবে খাদ্য ও পোশাকের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাঠানো হচ্ছে বন্যার্তদের কাছে। আর এতে বাজারে বেড়ে গেছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম। স্বাভাবিক সময়ে যে ট্যাবলেট এক বক্স (১০০ পিস) ১০০ টাকার মধ্যে বিক্রি হতো, এখন তা কিনতে হাজার টাকা গুনতে হচ্ছে।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি শুকনো চিড়ার দামও বেড়েছে। ৬০ টাকা কেজির চিড়া এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এভাবে দাম বাড়ানোর জন্য যথারীতি সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স আলিফ-লাম মিম মডেল ফার্মেসির স্বত্বাধিকারী জাকির হোসেন রনি বলেন, বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের তীব্র সংকট চলছে। সংকটের কারণে ১০০ টাকা বক্সের ট্যাবলেট ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিজেরা কিনে বাড়তি দামে বিক্রি করছেন।
গতকাল পুরান ঢাকার মিটফোর্ড, বাবুবাজার, ইসলামপুর, শাহবাগসহ বিভিন্ন ফার্মেসিতে খোঁজ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়নি। দোকানিরা জানান, চাহিদা বাড়ায় একশ্রেণির ব্যবসায়ী ও দালালেরা এই ট্যাবলেট মজুত করে অস্বাভাবিক দামে বিক্রি করছে।
হেলথ কনজ্যুমার্স রাইট ফোরামের সদস্যসচিব ইবনুল সাঈদ রানা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ মুহূর্তে বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে ছলচাতুরী চলবে না।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সোনিয়ার ল্যাবরেটরিজ লিমিটেড ও অ্যামিকো ফার্মাসিউটিক্যালস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তৈরি ও বাজারজাত করে। তবে অ্যামিকো ফার্মার ট্যাবলেট এখন বাজারে নেই। বাজারে হঠাৎ চাহিদা দেখা দেওয়ায় সংকট তৈরি হয়েছে।
সোনিয়ার ল্যাবরেটরিজের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, বর্তমানে দৈনিক চাহিদা তিন-চার লাখ ট্যাবলেট। কিন্তু তৈরি হচ্ছে এক হাজারের মতো। আগে যাদের বিনা মূল্যে দেওয়া হয়েছিল, তারা বাড়তি দামে বিক্রি করছে।
এদিকে বাজারে খাওয়ার স্যালাইন, চিড়ার সংকট দেখা দিয়েছে। চিড়া বিক্রেতারা দাম বাড়ানোয় একে অপরকে দোষারোপ করছেন।
পুরান ঢাকার মৌলভীবাজারের মুদিদোকানি সাইফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগেও তিনি প্রতি কেজি চিড়া ৬০ টাকায় বিক্রি করেছিলেন, বর্তমানে তা ৯০ টাকায় বিক্রি করছেন।
এ বাজারের চিড়া বিক্রেতা আনিসুর রহমান বলেন, তাঁর দোকানে চিড়া নেই। তিন দিন ধরে বিক্রি বন্ধ রেখেছেন। আগে ২৫ কেজি ১ হাজার ৩০০ টাকায় কিনেছিলেন। এখন তা ২ হাজারে নিতে হয়।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে