সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২২
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা হয়েছে। জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়েকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে এই মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সম্পাদক অ্যাড মো. এনতাজুল হক। মামলার অপর আসামি হলেন অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাৎকার নেওয়া মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মামলার আবেদনের ওপর শুনানি হয়েছে। আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা পরে আদেশ দেবেন।’

বাদী এনতাজুল হক বলেন, ‘আদালতে মামলার আবেদনের শুনানি হয়েছে। বিচারক আদেশ পরে দেবেন। এই মামলায় তিনজনকে সাক্ষী করা হয়েছে। মামলার প্রমাণ হিসেবে ওই সাক্ষাৎকারের ভিডিও ফুটেজের সিডি আদালতে দাখিল করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত