সেলিম সুলতান সাগর, চিতলমারী (বাগেরহাট)
দুই বছর ধরে টমেটো চাষে বড় লোকসান গুনেছেন অলোক মন্ডল। তবে আশাহত হননি তিনি। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ থেকে ফসল রক্ষা ও উচ্চ ফলনের আশায় বন্য জাতের বেগুনের (পীত বেগুন) ওপর জোড় কলম করে টমেটোর চাষ করেছেন। জোড় কলম টমেটো চাষের মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত এই ঢলে পড়া রোগ নির্মূল করেছেন। টমেটোর ফলনে আশা দেখছেন অলোক। এ কারণে গত দুবারের লোকসান পুষিয়ে এ বছর লাভবান হতে পারবেন বলে প্রত্যাশা তাঁর।
জানা যায়, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আগাম টমেটোর ব্যাপক ক্ষতি করে। এ রোগ একবার শুরু হলে সেই খেতে ৩ থেকে ৪ বছর আর টমেটো জাতীয় ফসল ফলে না। এ কারণে জোড় কলম করে টমেটোর চাষে ঝুঁকেছেন অলোক।
এদিকে জোড় কলম টমেটোর চাষ এলাকায় আশা জাগিয়েছে অন্য কৃষকদের মাঝেও। কারণ, গত ৪ থেকে ৫ বছর ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সর্বত্র ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আগাম টমেটোর ব্যাপক ক্ষতি করছে।
জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামের নির্মল মন্ডল ও নমিতা মন্ডল দম্পতির ছেলে অলোক। ২০১৫ সালে খুলনার খালিশপুর থেকে টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (প্রকৌশলী) পাস করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি চাকরির পেছনে ছোটেননি। বাড়িতে ফিরে বাবার তিন একরের চিংড়ি ঘেরে মাছ চাষ ও ঘেরের পাড়ে সবজি চাষ শুরু করে করেন। প্রকৌশলী হয়েও তিনি বর্তমানে একজন সফল চাষি।
অলোক মন্ডল বলেন, চাকরির পেছনে ছুটিনি। স্বাধীন ভাবে চাষাবাদ শুরু করি। গত বছর খেতের ৮০ ভাগ টমেটোগাছ মরে যায়। ব্যাপক ক্ষতি হয়। তাই বসে না থেকে স্থানীয় কৃষি অফিস ও ইউটিউব দেখে জোড় কলম করে টমেটোর চাষে আগ্রহী হই। প্রায় ২ হাজার টমেটোগাছ রয়েছে। গাছে অনেক ফুল ও ফল ধরেছে। আশা করি দুবারের লোকসান পুষিয়েও এবার আরও লাভের মুখ দেখতে পাব।
চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, গত কয়েক বছর ধরে টমেটো চাষিরা ঢলে পড়া রোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছর আমরা চাষিদের তীত বেগুনের সঙ্গে জোড় কলম করে টমেটো চাষে আগ্রহী করেছি। সে চেষ্টায় আমাদের নাছিরপুর গ্রামের অলোক মন্ডল সফল। প্রতিটি গাছে ভালো ফলন দেখা গেছে। আশা করছি তিনি বেশ লাভবান হবেন।
দুই বছর ধরে টমেটো চাষে বড় লোকসান গুনেছেন অলোক মন্ডল। তবে আশাহত হননি তিনি। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ থেকে ফসল রক্ষা ও উচ্চ ফলনের আশায় বন্য জাতের বেগুনের (পীত বেগুন) ওপর জোড় কলম করে টমেটোর চাষ করেছেন। জোড় কলম টমেটো চাষের মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত এই ঢলে পড়া রোগ নির্মূল করেছেন। টমেটোর ফলনে আশা দেখছেন অলোক। এ কারণে গত দুবারের লোকসান পুষিয়ে এ বছর লাভবান হতে পারবেন বলে প্রত্যাশা তাঁর।
জানা যায়, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আগাম টমেটোর ব্যাপক ক্ষতি করে। এ রোগ একবার শুরু হলে সেই খেতে ৩ থেকে ৪ বছর আর টমেটো জাতীয় ফসল ফলে না। এ কারণে জোড় কলম করে টমেটোর চাষে ঝুঁকেছেন অলোক।
এদিকে জোড় কলম টমেটোর চাষ এলাকায় আশা জাগিয়েছে অন্য কৃষকদের মাঝেও। কারণ, গত ৪ থেকে ৫ বছর ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলার সর্বত্র ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ আগাম টমেটোর ব্যাপক ক্ষতি করছে।
জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামের নির্মল মন্ডল ও নমিতা মন্ডল দম্পতির ছেলে অলোক। ২০১৫ সালে খুলনার খালিশপুর থেকে টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (প্রকৌশলী) পাস করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি চাকরির পেছনে ছোটেননি। বাড়িতে ফিরে বাবার তিন একরের চিংড়ি ঘেরে মাছ চাষ ও ঘেরের পাড়ে সবজি চাষ শুরু করে করেন। প্রকৌশলী হয়েও তিনি বর্তমানে একজন সফল চাষি।
অলোক মন্ডল বলেন, চাকরির পেছনে ছুটিনি। স্বাধীন ভাবে চাষাবাদ শুরু করি। গত বছর খেতের ৮০ ভাগ টমেটোগাছ মরে যায়। ব্যাপক ক্ষতি হয়। তাই বসে না থেকে স্থানীয় কৃষি অফিস ও ইউটিউব দেখে জোড় কলম করে টমেটোর চাষে আগ্রহী হই। প্রায় ২ হাজার টমেটোগাছ রয়েছে। গাছে অনেক ফুল ও ফল ধরেছে। আশা করি দুবারের লোকসান পুষিয়েও এবার আরও লাভের মুখ দেখতে পাব।
চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, গত কয়েক বছর ধরে টমেটো চাষিরা ঢলে পড়া রোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বছর আমরা চাষিদের তীত বেগুনের সঙ্গে জোড় কলম করে টমেটো চাষে আগ্রহী করেছি। সে চেষ্টায় আমাদের নাছিরপুর গ্রামের অলোক মন্ডল সফল। প্রতিটি গাছে ভালো ফলন দেখা গেছে। আশা করছি তিনি বেশ লাভবান হবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে