Ajker Patrika

পুলিশের বাধা ভেঙে মহিলা দলের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪: ৫০
পুলিশের বাধা ভেঙে মহিলা দলের বিক্ষোভ

পুলিশের ব্যারিকেড ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল। এ সময় পুলিশ কয়েক দফা মৃদু লাঠিপেটা করলে মহিলা দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিল্লাত চত্বর সড়ক থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়কে ওঠার আগে পুলিশ আটকে দিতে চাইলে হট্টগোল শুরু হয়। এ সময় মহিলা দলের কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা মৃদু লাঠিপেটা করলেও মহিলা দলের কর্মীরা পুলিশের বাধা ভেঙে ভাঙ্গাব্রিজ এলাকায় সমাবেশ করেন।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশ হয়। প্রধান অতিথি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা পুলিশের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে।’

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহসভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সাধারণ সোনিয়া সিকদার শান্তা ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ।

এ সময় ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত