নবীনগরে রাস্তার কাজের উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮: ২০
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট বাজার থেকে উরখুলিয়া পাড়ার সংযোগ সড়ক পর্যন্ত ২ হাজার ফুট রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ সময় রাস্তাটি হলে হাজারো মানুষের দুর্ভোগ কমবে বলে এলাকাবাসী জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রাজ্জাকের ছোট ছেলে এম এ আওয়াল, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, ইউপি সদস্য আবু তাহের, মো. জীবন মিয়া, খোরশেদ আলম, হাবিবুর রহমান, হানিফ সর্দার, মিজান মিয়া, মানিক মিয়া, ফজু, ঈরন মিয়া, সিদ্দিক মিয়া, বাছির মিয়া, ইদন মিয়া, শাহিন আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিদ্যাকুট উরখুলিয়া রাস্তাটি জনগনের চলাচলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই রাস্তাটি হবে। উরখুলিয়া গ্রামের এম আওয়ালের প্রচেষ্টায় আমাদের স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। মাননীয় সাংসদ এবাদুল করিম বুলবুল আমাদের এই রাস্তাটি বাস্তবায়ন করার জন্য আমরা গ্রামবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ছাড়া রাস্তাটির কাজ শেষ হলে এলাকার জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত