এস এম নূর মোহাম্মদ, ঢাকা
শিক্ষাঙ্গনে সতীর্থদের দ্বারা অন্য শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা প্রতিরোধ করতে ২০২০ সালে র্যাগিংবিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়ে রুলও জারি করেন উচ্চ আদালত। এর তিন বছর পেরিয়ে গেলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ কমিটি গঠন করেনি। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠিত হলেও তা কার্যকর নয়। আর স্কুল-কলেজ পর্যায়ে র্যাগিং ও বুলিং প্রতিরোধে নীতিমালার খসড়া তৈরি হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
আদালতের নির্দেশনার পরও কমিটি গঠন না করা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। র্যাগিংকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ গতকাল আজকের পত্রিকাকে বলেন, উচ্চ আদালতের নির্দেশ রয়েছে এসব বন্ধে কমিটি গঠনের। এত দিনেও নির্দেশটি কার্যকর না হওয়া আদালত অবমাননার শামিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই কমিটি গঠন করতে বলেছিলেন। ইশরাত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগিং শুধু অসদাচরণ নয়, এটি ফৌজদারি অপরাধ। এত দিনেও কমিটি না করা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। এটি হতাশাজনক। বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের দায়িত্ব কমিটি গঠন নিশ্চিত করা।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তোলপাড় চলছে কয়েক দিন ধরে। জানতে চাইলে ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগিংবিরোধী কোনো কমিটি এ বিশ্ববিদ্যালয়ে নেই।’
একই কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।
কমিটি নেই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। তবে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল দাবি করেন, র্যাগিং বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করে সব বিভাগের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশমতো কমিটি হয়েছে কি না, তা রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। আর রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কোনো কমিটি করা হয়েছে কি না তাঁর জানা নেই।
কমিটি গঠন করা হলেও তা কার্যকর নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান বলেন, হাইকোর্ট ও ইউজিসির নির্দেশনা অনুসারে তৎকালীন উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে কমিটির অনেকেই অবসরে এবং পদে না থাকায় সেটি সক্রিয় নেই।
হাইকোর্টের নির্দেশের পর ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। আর ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
তবে কমিটি গঠনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই। ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না। আর তৎকালীন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয় তাঁর স্মরণে নেই।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, র্যাগিং প্রতিরোধে কোনো নির্দেশনা হাইকোর্টের আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যদি হাইকোর্টের নির্দেশনা থাকে, তবে অবশ্যই কমিটি গঠন করতে হবে বলে মনে করেন তিনি।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের কয়েকটি কলেজে খোঁজ নিয়ে অনেক স্থানেই র্যাগিংবিরোধী কমিটির খোঁজ পাওয়া যায়নি।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, এ ধরনের কোনো কমিটি কলেজে নেই। একই উত্তর দেন ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশের পর এ-সংক্রান্ত কমিটি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু বিশ্ববিদ্যালয় কমিটি করেছিল। করোনা শুরুর পর বিষয়টির যথাযথ তদারক করা সম্ভব হয়নি। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আরও একটি অফিস আদেশ জারি করা হবে।
আর কলেজগুলো দেখভাল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কমিটি গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। কোন কোন কলেজ কমিটি করেছে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। মাঠপর্যায়ে খোঁজ নিতে হবে।
শিক্ষাঙ্গনে সতীর্থদের দ্বারা অন্য শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা প্রতিরোধ করতে ২০২০ সালে র্যাগিংবিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়ে রুলও জারি করেন উচ্চ আদালত। এর তিন বছর পেরিয়ে গেলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ কমিটি গঠন করেনি। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠিত হলেও তা কার্যকর নয়। আর স্কুল-কলেজ পর্যায়ে র্যাগিং ও বুলিং প্রতিরোধে নীতিমালার খসড়া তৈরি হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
আদালতের নির্দেশনার পরও কমিটি গঠন না করা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। র্যাগিংকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ গতকাল আজকের পত্রিকাকে বলেন, উচ্চ আদালতের নির্দেশ রয়েছে এসব বন্ধে কমিটি গঠনের। এত দিনেও নির্দেশটি কার্যকর না হওয়া আদালত অবমাননার শামিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই কমিটি গঠন করতে বলেছিলেন। ইশরাত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগিং শুধু অসদাচরণ নয়, এটি ফৌজদারি অপরাধ। এত দিনেও কমিটি না করা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। এটি হতাশাজনক। বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের দায়িত্ব কমিটি গঠন নিশ্চিত করা।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তোলপাড় চলছে কয়েক দিন ধরে। জানতে চাইলে ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগিংবিরোধী কোনো কমিটি এ বিশ্ববিদ্যালয়ে নেই।’
একই কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।
কমিটি নেই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। তবে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল দাবি করেন, র্যাগিং বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করে সব বিভাগের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশমতো কমিটি হয়েছে কি না, তা রেজিস্ট্রার ভালো বলতে পারবেন। আর রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কোনো কমিটি করা হয়েছে কি না তাঁর জানা নেই।
কমিটি গঠন করা হলেও তা কার্যকর নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান বলেন, হাইকোর্ট ও ইউজিসির নির্দেশনা অনুসারে তৎকালীন উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে কমিটির অনেকেই অবসরে এবং পদে না থাকায় সেটি সক্রিয় নেই।
হাইকোর্টের নির্দেশের পর ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। আর ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
তবে কমিটি গঠনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই। ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না। আর তৎকালীন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয় তাঁর স্মরণে নেই।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, র্যাগিং প্রতিরোধে কোনো নির্দেশনা হাইকোর্টের আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যদি হাইকোর্টের নির্দেশনা থাকে, তবে অবশ্যই কমিটি গঠন করতে হবে বলে মনে করেন তিনি।
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের কয়েকটি কলেজে খোঁজ নিয়ে অনেক স্থানেই র্যাগিংবিরোধী কমিটির খোঁজ পাওয়া যায়নি।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানান, এ ধরনের কোনো কমিটি কলেজে নেই। একই উত্তর দেন ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশের পর এ-সংক্রান্ত কমিটি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু বিশ্ববিদ্যালয় কমিটি করেছিল। করোনা শুরুর পর বিষয়টির যথাযথ তদারক করা সম্ভব হয়নি। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আরও একটি অফিস আদেশ জারি করা হবে।
আর কলেজগুলো দেখভাল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কমিটি গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। কোন কোন কলেজ কমিটি করেছে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। মাঠপর্যায়ে খোঁজ নিতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে