শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০৬: ৪৯
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ৩৫

মনিরামপুরে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার রোহিতা, কাশিমনগর, খেদাপাড়া ও পৌর এলাকায় বৃষ্টির সঙ্গে শিল পড়েছে।

এতে অঞ্চলগুলোর মসুর, ভুট্টা, আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোহিতা ইউনিয়নে।

তবে উপজেলা কৃষি অফিসের ভাষ্যমতে, শিলাবৃষ্টিতে মসুরের কিছুটা ক্ষতি হলেও আম ও লিচুর ক্ষতি তেমন হয়নি।

উপজেলার রোহিতা গ্রামের গৃহবধূ ঝর্ণা বেগম বলেন, ‘আমাদের এলাকায় প্রচুর শিল পড়েছে। শিলে পুরো উঠান সাদা হয়ে গেছে।’

একই গ্রামের আকরাম হোসেন বলেন, ‘বড় বড় শিলায় আম, লিচুর মুকুল ঝরে গেছে। এ ছাড়া পটোলখেতের ক্ষতি হয়েছে।’

মনিরামপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, ‘বৃষ্টির পরপরই আমরা খবর নিয়েছি। রোহিতা, খেদাপাড়া, কাশিমনগর ও পৌরসভা এলাকায় শিল পড়েছে। এতে মসুর ও ভুট্টার ক্ষতি হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘শিলাবৃষ্টিতে রোহিতা ও পৌরসভা এলাকায় ৫ হেক্টর জমির মসুরের ক্ষতি হয়েছে। আমের তেমন কোনো ক্ষতি হয়নি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত