Ajker Patrika

দিনে অন্য কাজ রাতে তারা গ্যাং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৪১
দিনে অন্য কাজ  রাতে তারা গ্যাং

‘মোহাম্মদপুরের পোলাপান, যা করি তা টোকেন ছাড়াই ওপেন, মোহাম্মদপুরের পোলা বাজান, আমি একাই এক শ ও গেঞ্জাম করার আগে ভাইবা লইয়েন’—এমন সব প্রচার চালিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করত ‘ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ চক্রের সদস্যরা দিনে অটোরিকশাচালক, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক ও অফিসের পিয়ন।

সম্প্রতি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও বসিলায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পায় র‍্যাব। এদিকে গত সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সামনে এক দম্পতি কিশোর গ্যাংয়ের হাতে ছিনতাইয়ের শিকার হন। পরে র‍্যাবের কন্ট্রোল রুমে ফোন করে সহযোগিতা চান তাঁরা। এর ১০ মিনিটের মধ্যে ‘ভাইব্বা ল কিং’ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-২। তাদের তথ্যের ভিত্তিতে পরে ওই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন কিশোর। বাকিরা হল গ্যাং লিডার শরীফ ওরফে মোহন, রুমান, উদয়, শাকিল, নয়ন ও জাহিদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ, চারটি ছুরি, একটি কুঠার, ৫০ পুরিয়া গাঁজা, ৬৫টি ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম।

কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এই চক্রের সদস্যরা দিনে অটোরিকশাচালক, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক ও অফিসের পিয়ন। পাশাপাশি টিকটক ভিডিও বানাত আর রাতে করত ছিনতাই। বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র মহড়াসহ ভাড়ায় শোডাউন করে আসছিল। জড়িত ছিল ইভ টিজিংয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত