তানিম আহমেদ, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ অবস্থায় নির্বাচনমুখী করার বিষয়টি প্রাধান্য পেয়েছে দলটির তৃণমূল পর্যায়ের সম্মেলনে। প্রাচীন এই দলের ২২তম জাতীয় সম্মেলন আজ শনিবার। এতে দলের বর্তমান সভাপতি শেখ হাসিনার নেতৃত্বেই এককাট্টা হয়ে সামনের নির্বাচন পার হতে প্রস্তুতি নেওয়ার ডাক দেওয়া হতে পারে বলে জানা গেছে।
দলীয় ও সরকারপ্রধান শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
দল টানা তিন মেয়াদে ক্ষমতায়, অন্যদিকে নির্বাচন সামনে রেখে বিরোধী বিএনপি আছে মাঠ গরম করার চেষ্টায়। এমন সময় এ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা সারা দেশে কী নতুন বার্তা দেবেন, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনবেন কি না, সেসব বিষয়ে আগ্রহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের। দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, সভাপতি দলের ভেতরকার সব দ্বন্দ্ব ভুলে নির্বাচনের প্রস্তুতি নিতে স্পষ্ট বার্তা দেবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার বার্তা থাকবে। সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বিএনপির গুজব ও মিথ্যাচারের বিষয়ে জনগণকে সচেতন করার নির্দেশনা থাকবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও থাকবে।
নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে তেমন পরিবর্তন হবে না বলে মনে করেন ফারুক খান। তিনি বলেন, কিছু পরিবর্তন হবে। সেখানে নবীন-প্রবীণের সমন্বয় হবে। নারীদের আরও বেশি সুযোগ দেওয়া হবে।
দলের কয়েকজন নেতা জানান, এর আগে বিভিন্ন জাতীয় সম্মেলনে দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও এবার তেমনটা হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে ঘোষণাপত্রে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। সে ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মপন্থা যুক্ত করা হবে। আগামী নির্বাচনের জন্য দলের ইশতেহার সেই আলোকে করা হবে।
১৯৮১ সাল থেকে পরপর নয়টি জাতীয় সম্মেলনে দলের সভাপতি হন শেখ হাসিনা। সভাপতি পদে আর কারও প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, দশমবারের মতো শেখ হাসিনাই থাকছেন সভাপতি।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতাদের একটি তালিকা করেছেন শেখ হাসিনা। তাঁদের বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন মাধ্যমে। যাঁদের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া যাবে, তাঁদের মধ্যে কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ পদে নারী রাখার কথা। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র ২৩ শতাংশ। এবার নারীর সংখ্যা বাড়ানো হবে বলে ফারুক খান জানান। দলের বিভিন্ন সূত্রমতে, এ ক্ষেত্রেও ছাত্রলীগের একাধিক সাবেক নেত্রী থাকতে পারেন। নতুন কমিটিতে যাঁদের ঠাঁই পাওয়ার সম্ভাবনা আছে, তাঁদের মধ্যে আছেন সৈয়দ জাকিয়া নূর লিপি, তারানা হালিম, নাজমা আক্তার, অপু উকিল, আঞ্জুম সুলতানা সীমা, আরমা দত্ত, সৈয়দা রুবিনা মীরাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগে দায়িত্ব পালনকারী নারী নেতা, নারী আন্দোলন, পেশাজীবী, সংরক্ষিত নারী এমপি এবং তৃণমূলে রাজনীতি করা কয়েকজন নারী।
তবু সাধারণ সম্পাদক ঘিরে আগ্রহ পরপর দুবার সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের থাকায় এবার এই পদে নতুন মুখ আসতে পারে, এমন আলোচনা কয়েক সপ্তাহ আগেও ছিল দলে। নির্বাচন সামনে রেখে এই পদে নতুন মুখ আনার ক্ষেত্রে সভাপতির আগ্রহ নেই বলে বার্তা দেওয়া হয়েছে।
তবে ওবায়দুল কাদেরসহ অন্তত ১০ নেতা এই পদপ্রত্যাশী ছিলেন বলে দলে তাঁদের ঘনিষ্ঠ নেতারা জানান। পদপ্রত্যাশী অন্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাধারণ সম্পাদক পদে ‘পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই’ বলে জানান সভাপতিমণ্ডলীর অন্য এক সদস্য। এর ফলে শেখ হাসিনা শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মতো পদে রাখলে তাঁর হ্যাটট্রিক করার সম্ভাবনা।
পদোন্নতি-পদাবনতির সম্ভাবনা
গত ১৪ বছরে চারটি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। বর্তমান কমিটির অনেকেই টানা চার মেয়াদে একই পদে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চার মেয়াদে আছেন মাহবুবউল আলম হানিফ ও দীপু মনি। দলীয় সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন না হলে এই দুই নেতা সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি পেতে পারেন।
সূত্রমতে, আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা চার মেয়াদে আছেন। তাঁদের পদের পরিবর্তন হতে পারে। বাকি পাঁচ সাংগঠনিক সম্পাদকের মধ্যে একজন বাদ পড়তে পারেন। দায়িত্ব পালনে দক্ষতা দেখানোয় সম্পাদকমণ্ডলীর সদস্য ওয়াসিকা আয়শা খান, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন ও আমিনুল ইসলামের পদোন্নতির সম্ভাবনা আছে। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও নুরুল ইসলাম ঠান্ডু সভাপতিমণ্ডলীর সদস্য হতে পারেন। সম্পাদকমণ্ডলীর সদস্য হতে পারেন এ বি এম রিয়াজুল কবির কাওছার। পদোন্নতি পেতে পারেন মেরিনা জাহান, পারভীন জামান কল্পনাও।
ফিরতে পারেন যাঁরা
দলের একাধিক নেতা জানান, সাংগঠনিক দক্ষতা কাজে লাগাতে নেতৃত্বে তেমন পরিবর্তন করবে না আওয়ামী লীগ। মন্ত্রীদের সরকারি কাজে সময় বাড়াতে গত সম্মেলনে ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে দলীয় পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তাঁদের ফেরত আনা হতে পারে।
পদ্মা সেতু ও নৌকার আদলে মঞ্চ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়েছে। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দেবেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এ ছাড়া ডেলিগেট ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে ৫০ হাজারের বেশি ব্যক্তির সম্মেলনে উপস্থিতির সম্ভাবনা আছে। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন
সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হবে উদ্বোধনী অধিবেশন। এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে দ্বিতীয় অধিবেশন, যেখানে শুধু কাউন্সিলররা থাকবেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেবেন। এরপর বিলুপ্ত হবে বর্তমান কমিটি।
প্রধান নির্বাচন কমিশনার দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করবে। অন্য দুই সদস্য হলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। প্রথমে সভাপতি, পরে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা। এরপর শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্য, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে কাউন্সিল অধিবেশনে পাসের জন্য প্রস্তাব করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ অবস্থায় নির্বাচনমুখী করার বিষয়টি প্রাধান্য পেয়েছে দলটির তৃণমূল পর্যায়ের সম্মেলনে। প্রাচীন এই দলের ২২তম জাতীয় সম্মেলন আজ শনিবার। এতে দলের বর্তমান সভাপতি শেখ হাসিনার নেতৃত্বেই এককাট্টা হয়ে সামনের নির্বাচন পার হতে প্রস্তুতি নেওয়ার ডাক দেওয়া হতে পারে বলে জানা গেছে।
দলীয় ও সরকারপ্রধান শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
দল টানা তিন মেয়াদে ক্ষমতায়, অন্যদিকে নির্বাচন সামনে রেখে বিরোধী বিএনপি আছে মাঠ গরম করার চেষ্টায়। এমন সময় এ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনা সারা দেশে কী নতুন বার্তা দেবেন, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনবেন কি না, সেসব বিষয়ে আগ্রহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের। দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, সভাপতি দলের ভেতরকার সব দ্বন্দ্ব ভুলে নির্বাচনের প্রস্তুতি নিতে স্পষ্ট বার্তা দেবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করার বার্তা থাকবে। সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বিএনপির গুজব ও মিথ্যাচারের বিষয়ে জনগণকে সচেতন করার নির্দেশনা থাকবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও থাকবে।
নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে তেমন পরিবর্তন হবে না বলে মনে করেন ফারুক খান। তিনি বলেন, কিছু পরিবর্তন হবে। সেখানে নবীন-প্রবীণের সমন্বয় হবে। নারীদের আরও বেশি সুযোগ দেওয়া হবে।
দলের কয়েকজন নেতা জানান, এর আগে বিভিন্ন জাতীয় সম্মেলনে দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও এবার তেমনটা হবে না। জাতীয় নির্বাচন সামনে রেখে ঘোষণাপত্রে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। সে ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মপন্থা যুক্ত করা হবে। আগামী নির্বাচনের জন্য দলের ইশতেহার সেই আলোকে করা হবে।
১৯৮১ সাল থেকে পরপর নয়টি জাতীয় সম্মেলনে দলের সভাপতি হন শেখ হাসিনা। সভাপতি পদে আর কারও প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, দশমবারের মতো শেখ হাসিনাই থাকছেন সভাপতি।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতাদের একটি তালিকা করেছেন শেখ হাসিনা। তাঁদের বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন মাধ্যমে। যাঁদের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া যাবে, তাঁদের মধ্যে কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ পদে নারী রাখার কথা। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র ২৩ শতাংশ। এবার নারীর সংখ্যা বাড়ানো হবে বলে ফারুক খান জানান। দলের বিভিন্ন সূত্রমতে, এ ক্ষেত্রেও ছাত্রলীগের একাধিক সাবেক নেত্রী থাকতে পারেন। নতুন কমিটিতে যাঁদের ঠাঁই পাওয়ার সম্ভাবনা আছে, তাঁদের মধ্যে আছেন সৈয়দ জাকিয়া নূর লিপি, তারানা হালিম, নাজমা আক্তার, অপু উকিল, আঞ্জুম সুলতানা সীমা, আরমা দত্ত, সৈয়দা রুবিনা মীরাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগে দায়িত্ব পালনকারী নারী নেতা, নারী আন্দোলন, পেশাজীবী, সংরক্ষিত নারী এমপি এবং তৃণমূলে রাজনীতি করা কয়েকজন নারী।
তবু সাধারণ সম্পাদক ঘিরে আগ্রহ পরপর দুবার সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের থাকায় এবার এই পদে নতুন মুখ আসতে পারে, এমন আলোচনা কয়েক সপ্তাহ আগেও ছিল দলে। নির্বাচন সামনে রেখে এই পদে নতুন মুখ আনার ক্ষেত্রে সভাপতির আগ্রহ নেই বলে বার্তা দেওয়া হয়েছে।
তবে ওবায়দুল কাদেরসহ অন্তত ১০ নেতা এই পদপ্রত্যাশী ছিলেন বলে দলে তাঁদের ঘনিষ্ঠ নেতারা জানান। পদপ্রত্যাশী অন্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাধারণ সম্পাদক পদে ‘পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই’ বলে জানান সভাপতিমণ্ডলীর অন্য এক সদস্য। এর ফলে শেখ হাসিনা শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরকে তৃতীয়বারের মতো পদে রাখলে তাঁর হ্যাটট্রিক করার সম্ভাবনা।
পদোন্নতি-পদাবনতির সম্ভাবনা
গত ১৪ বছরে চারটি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। বর্তমান কমিটির অনেকেই টানা চার মেয়াদে একই পদে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চার মেয়াদে আছেন মাহবুবউল আলম হানিফ ও দীপু মনি। দলীয় সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন না হলে এই দুই নেতা সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি পেতে পারেন।
সূত্রমতে, আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা চার মেয়াদে আছেন। তাঁদের পদের পরিবর্তন হতে পারে। বাকি পাঁচ সাংগঠনিক সম্পাদকের মধ্যে একজন বাদ পড়তে পারেন। দায়িত্ব পালনে দক্ষতা দেখানোয় সম্পাদকমণ্ডলীর সদস্য ওয়াসিকা আয়শা খান, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন ও আমিনুল ইসলামের পদোন্নতির সম্ভাবনা আছে। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও নুরুল ইসলাম ঠান্ডু সভাপতিমণ্ডলীর সদস্য হতে পারেন। সম্পাদকমণ্ডলীর সদস্য হতে পারেন এ বি এম রিয়াজুল কবির কাওছার। পদোন্নতি পেতে পারেন মেরিনা জাহান, পারভীন জামান কল্পনাও।
ফিরতে পারেন যাঁরা
দলের একাধিক নেতা জানান, সাংগঠনিক দক্ষতা কাজে লাগাতে নেতৃত্বে তেমন পরিবর্তন করবে না আওয়ামী লীগ। মন্ত্রীদের সরকারি কাজে সময় বাড়াতে গত সম্মেলনে ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে দলীয় পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তাঁদের ফেরত আনা হতে পারে।
পদ্মা সেতু ও নৌকার আদলে মঞ্চ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়েছে। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দেবেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এ ছাড়া ডেলিগেট ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে ৫০ হাজারের বেশি ব্যক্তির সম্মেলনে উপস্থিতির সম্ভাবনা আছে। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন
সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হবে উদ্বোধনী অধিবেশন। এরপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে দ্বিতীয় অধিবেশন, যেখানে শুধু কাউন্সিলররা থাকবেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেবেন। এরপর বিলুপ্ত হবে বর্তমান কমিটি।
প্রধান নির্বাচন কমিশনার দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করবে। অন্য দুই সদস্য হলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। প্রথমে সভাপতি, পরে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা। এরপর শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্য, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে কাউন্সিল অধিবেশনে পাসের জন্য প্রস্তাব করবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে