নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পুরোনো প্রার্থীদের ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। গত নির্বাচনে ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আসন্ন নির্বাচনে ১০ প্রার্থীকেই নৌকার টিকিট দিয়েছে দলটি।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে গত ২২ অক্টোবর তফসিল ঘোষণর পর ২৩ ও ২৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ১২টি ইউনিয়নের মোট ৯৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এরপর তাদের নাম জেলায় পাঠানো হয়। সেখান থেকে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম পাঠানো হয়। দলীয় কার্যালয়ে যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ থেকে উপজেলার ১২টি ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা হলেন-পোড়াগাঁও ইউনিয়নে বন্ধনা চাম্বুগং, নন্নী ইউনিয়নে মো. বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়নে বিপ্লব কুমার বর্মণ, নয়াবিল ইউনিয়ন মো. নূর ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়নে মো. আমান উল্লাহ, কাকরকান্দি ইউনিয়নে মো. শহীদ উল্লাহ তালুকদার, নালিতাবাড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান, রূপনারায়নকুড়া ইউনিয়নে মো. মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়নে খন্দকার মো. শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউনিয়নে মো. আব্দুল লতিফ, বাঘবেড় ইউনিয়নে মো. আব্দুস সবুর ও কলসপাড় ইউনিয়ন থেকে মো. আবুল কাসেম।
আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৮ নভেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পক্ষেই আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করবেন। আশা করি দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী নির্বাচন করবেন না।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পুরোনো প্রার্থীদের ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। গত নির্বাচনে ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আসন্ন নির্বাচনে ১০ প্রার্থীকেই নৌকার টিকিট দিয়েছে দলটি।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে গত ২২ অক্টোবর তফসিল ঘোষণর পর ২৩ ও ২৪ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ১২টি ইউনিয়নের মোট ৯৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এরপর তাদের নাম জেলায় পাঠানো হয়। সেখান থেকে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম পাঠানো হয়। দলীয় কার্যালয়ে যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ থেকে উপজেলার ১২টি ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা হলেন-পোড়াগাঁও ইউনিয়নে বন্ধনা চাম্বুগং, নন্নী ইউনিয়নে মো. বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়নে বিপ্লব কুমার বর্মণ, নয়াবিল ইউনিয়ন মো. নূর ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়নে মো. আমান উল্লাহ, কাকরকান্দি ইউনিয়নে মো. শহীদ উল্লাহ তালুকদার, নালিতাবাড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান, রূপনারায়নকুড়া ইউনিয়নে মো. মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়নে খন্দকার মো. শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউনিয়নে মো. আব্দুল লতিফ, বাঘবেড় ইউনিয়নে মো. আব্দুস সবুর ও কলসপাড় ইউনিয়ন থেকে মো. আবুল কাসেম।
আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৮ নভেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের পক্ষেই আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করবেন। আশা করি দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী নির্বাচন করবেন না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে