নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গরম পড়েছে বেশ। ফ্যান ও এসির ব্যবহারও বেড়েছে ইতিমধ্যে। ফলে বিদ্যুতের খরচও বাড়বে স্বাভাবিকভাবেই। কিন্তু পরিবেশবান্ধব জীবন যাপনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুতের খরচ কমানো ও প্রাকৃতিক শক্তির পর্যাপ্ত ব্যবহার। অন্য সবকিছুর সঙ্গে বাড়ির বিদ্যুতের খরচ কমাতে পারলে বলা যাবে আপনি সবুজ জীবন যাপন শুরু করেছেন। একটু সচেতন হলেই বৈদ্যুতিক শক্তির অপচয় রোধ করা সম্ভব।
প্রয়োজন শেষে সুইচ বন্ধ করুন
প্রয়োজন শেষে ঘরের লাইট ও ফ্যান বন্ধ করে দিন। অকারণে লাইট জ্বালিয়ে রাখলে এমনিতেই ঘরের তাপমাত্রা বাড়ে, যার ফলে এসি ও ফ্যানের ব্যবহারও বাড়ে। বিদ্যুতের খরচ কমাতে সুইচ বন্ধ করার মতো ছোট বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
সৌরশক্তির ব্যবহার
সোলার প্যানেল সূর্যের আলোকে ব্যবহার উপযোগী বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে। সৌরশক্তি বিদ্যুতের খরচ কমায়। সম্ভব হলে সৌরবিদ্যুৎ ব্যবহার করুন। এ ছাড়া দিনের বেলা ঘরের জানালা খুলে রাখুন। তাতে ঘরে সূর্যের আলো আসবে এবং প্রাকৃতিক বাতাসও পাবেন।
আনপ্লাগ করুন
কাজ শেষ হওয়ার পর টিভি, ল্যাপটপের চার্জার, ইস্তিরি, টেবিল ল্যাম্পের প্লাগ, মোবাইল ফোনের চার্জার ইত্যাদি খুলে রাখুন। এতে করে বিদ্যুতের খরচ অনেকটাই বাঁচবে।
শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স
বিদ্যুতের খরচ কমাতে শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স কিনুন। শক্তি সাশ্রয়ী ওয়াশিং মেশিন, পানির হিটার, এয়ার কন্ডিশনার ব্যবহার করলে বিদ্যুৎশক্তি কম খরচ হবে ও বিদ্যুতের খরচ কম আসবে। শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স অন্যগুলোর তুলনায় ৫০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে।
সূর্যের আলোর পর্যাপ্ত ব্যবহার
যাঁরা নিয়মিত এসি ব্যবহার করেন, তাঁরা দিনে একবার হলেও ঘরের সব দরজা-জানালা খুলে দিন। এতে ঘরে পোকামাকড় বেড়ে উঠতে পারবে না। ঘর থাকবে জীবাণুমুক্ত।
বাইরের বাতাস ঘরে আনুন
গরমের দিন রাতে কয়েক ঘণ্টা জানালা খুলে দিন। এতে করে ঘরের ভেতরকার গরম বেরিয়ে যাবে ও ঘর ঠান্ডা হবে। ফলে এসির ব্যবহার একটু হলেও কমবে।
সূত্র: ব্লু অ্যান্ড গ্রিন টুমরো
গরম পড়েছে বেশ। ফ্যান ও এসির ব্যবহারও বেড়েছে ইতিমধ্যে। ফলে বিদ্যুতের খরচও বাড়বে স্বাভাবিকভাবেই। কিন্তু পরিবেশবান্ধব জীবন যাপনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুতের খরচ কমানো ও প্রাকৃতিক শক্তির পর্যাপ্ত ব্যবহার। অন্য সবকিছুর সঙ্গে বাড়ির বিদ্যুতের খরচ কমাতে পারলে বলা যাবে আপনি সবুজ জীবন যাপন শুরু করেছেন। একটু সচেতন হলেই বৈদ্যুতিক শক্তির অপচয় রোধ করা সম্ভব।
প্রয়োজন শেষে সুইচ বন্ধ করুন
প্রয়োজন শেষে ঘরের লাইট ও ফ্যান বন্ধ করে দিন। অকারণে লাইট জ্বালিয়ে রাখলে এমনিতেই ঘরের তাপমাত্রা বাড়ে, যার ফলে এসি ও ফ্যানের ব্যবহারও বাড়ে। বিদ্যুতের খরচ কমাতে সুইচ বন্ধ করার মতো ছোট বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
সৌরশক্তির ব্যবহার
সোলার প্যানেল সূর্যের আলোকে ব্যবহার উপযোগী বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে। সৌরশক্তি বিদ্যুতের খরচ কমায়। সম্ভব হলে সৌরবিদ্যুৎ ব্যবহার করুন। এ ছাড়া দিনের বেলা ঘরের জানালা খুলে রাখুন। তাতে ঘরে সূর্যের আলো আসবে এবং প্রাকৃতিক বাতাসও পাবেন।
আনপ্লাগ করুন
কাজ শেষ হওয়ার পর টিভি, ল্যাপটপের চার্জার, ইস্তিরি, টেবিল ল্যাম্পের প্লাগ, মোবাইল ফোনের চার্জার ইত্যাদি খুলে রাখুন। এতে করে বিদ্যুতের খরচ অনেকটাই বাঁচবে।
শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স
বিদ্যুতের খরচ কমাতে শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স কিনুন। শক্তি সাশ্রয়ী ওয়াশিং মেশিন, পানির হিটার, এয়ার কন্ডিশনার ব্যবহার করলে বিদ্যুৎশক্তি কম খরচ হবে ও বিদ্যুতের খরচ কম আসবে। শক্তি সাশ্রয়ী অ্যাপলায়েন্স অন্যগুলোর তুলনায় ৫০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে।
সূর্যের আলোর পর্যাপ্ত ব্যবহার
যাঁরা নিয়মিত এসি ব্যবহার করেন, তাঁরা দিনে একবার হলেও ঘরের সব দরজা-জানালা খুলে দিন। এতে ঘরে পোকামাকড় বেড়ে উঠতে পারবে না। ঘর থাকবে জীবাণুমুক্ত।
বাইরের বাতাস ঘরে আনুন
গরমের দিন রাতে কয়েক ঘণ্টা জানালা খুলে দিন। এতে করে ঘরের ভেতরকার গরম বেরিয়ে যাবে ও ঘর ঠান্ডা হবে। ফলে এসির ব্যবহার একটু হলেও কমবে।
সূত্র: ব্লু অ্যান্ড গ্রিন টুমরো
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে