ফেসবুকে আত্মহত্যার ঘোষণা, পুলিশে রক্ষা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৫২
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৪২

কুড়িগ্রামে এক নারী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাঁর ফ্রেন্ড লিস্টে থাকা এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে ওই নারীর বাড়িতে গিয়ে তাঁকে 
আত্মহত্যা থেকে নিবৃত্ত করে পুলিশ।

গত সোমবার গভীর রাতে কুড়িগ্রামের পৌর শহরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী তাঁর বাবার বাড়িতে থাকেন। ব্যক্তিজীবনের হতাশা থেকে এই ধরনের পোস্ট দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

ওই নারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ 
করে দিয়েছেন। তারাই দায়ী আমার মৃত্যুর জন্য।’

পুলিশ জানায়, বিয়ে এবং বিচ্ছেদসহ নানা কারণে হতাশায় ভুগছিলেন ওই নারী। এসব কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাঁর পোস্টটি এক ব্যক্তির নজরে এলে তিনি ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান করে ওই নারীর বাসস্থানের ঠিকানা নিশ্চিত হয়। পরে তাঁকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে নিবৃত্ত করে।

কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ ওই নারীর বাড়িতে যায়। সেখানে তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ওই নারী সুস্থ রয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তাঁর পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হতাশাগ্রস্ত থেকে এমন পোস্ট দিয়েছেন বলে জানান ওই নারী। তিনি বলেন, ‘আমার ভুল সিদ্ধান্ত ছিল। পরবর্তী সময়ে আর এ 
রকম হবে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত