ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
বিশেষ ছন্দের নৃত্যগীতের সঙ্গে দুই পাশে চারজন করে মোট আটজন নৃত্যশিল্পী একই তালে বাঁশকে নাড়ছেন। বাঁশের ফাঁকে ফাঁকে পা ফেলে নেচে চলেছেন দুই-চারজন নৃত্যশিল্পী। ছন্দের একটু পতন হলে নির্ঘাত বিপদ। তবে এমনটি ঘটেনি কখনো। ক্ষুদ্র নৃগোষ্ঠী পাংখোয়াদের মনোমুগ্ধকর এই বাঁশনৃত্য সবার পরিচিত। আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও সংস্কৃতিচর্চায় এগিয়ে এই পাংখোয়া জনগোষ্ঠী।
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর ইউনিয়নের দুর্গম হরিণছড়া ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাংখোয়াপাড়া। উপজেলার কাপ্তাই জেটিঘাট থেকে কাপ্তাই হ্রদে ঘণ্টাখানেক ইঞ্জিনচালিত নৌকায় যাওয়ার পর ২০ মিনিটের হাঁটাপথ। এখানে ১৮টি পাংখোয়া পরিবারের বাস।
পাংখোয়াদের বাঁশনৃত্য সম্পর্কে দলের সভাপতি লালরিন পাংখোয়া বলেন, ‘আমাদের আরও বেশ কয়েকটি নৃত্য আছে। এর মধ্যে ‘‘কান দামলাই’’ নৃত্য, যেটা আমরা ‘‘পার লাম’’ বলি। পাংখোয়া ভাষায় ‘‘পার’’ মানে ফুল আর ‘‘লাম’’ অর্থ নাচ। ফুল দিয়ে এই নৃত্য পরিবেশন করি আমরা। একজন ছেলে আর একজন মেয়ে জোড়া বাঁধে; এভাবে তিন-চার জোড়া করে নৃত্য পরিবেশন করে।’
পাংখোয়াপাড়া চার্চের সভাপতি আরদৌ লিয়ানা পাংখোয়া বলেন, ‘আমাদের পাড়ায় অনেক প্রতিভাবান শিল্পী আছে। তাঁরা পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। যদি বড় পরিসরে সুযোগ পান, তাহলে তাঁদের প্রতিভাকে আরও বিকশিত করতে পারবেন।’
গত ২৮ ডিসেম্বর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে বড়দিনের অনুষ্ঠানে বাঁশনৃত্য ও পাংখো গান পরিবেশন করে দর্শকের নজর কেড়েছেন পাংখোয়াশিল্পীরা। এতে দলের সদস্য লালরিন পাংখোয়া, লালরোয়াত, লালরিনসান, লালজেকিয়া, ডাভিদ, লালমি, জৌরামথাং, থাতজোয়াল, শালেম, রেবেকি, মালসমপার, জাইথানপার ও সাপনুনপার পাংখোয়া অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং ও ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা জানান, প্রাক-বড়দিন উপলক্ষে গত ১৯ ডিসেম্বর তাঁরা হরিণছড়া-পাংখোয়াপাড়ায় যান। সেখানে পাংখোয়াদের বৈচিত্র্যময় সংস্কৃতি পরিবেশনায় মুগ্ধ হন। পরে শিল্পীদের চন্দ্রঘোনায় বড়দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান বলেন, ‘গত ২৮ ডিসেম্বর হরিণছড়া-পাংখোয়াপাড়ার শিল্পীদের বাঁশনৃত্য ও গান শুনে আমি অভিভূত। উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের পক্ষ থেকে তাঁদের সংস্কৃতি বিকাশে সব ধরনের সহায়তা করব।’
বিশেষ ছন্দের নৃত্যগীতের সঙ্গে দুই পাশে চারজন করে মোট আটজন নৃত্যশিল্পী একই তালে বাঁশকে নাড়ছেন। বাঁশের ফাঁকে ফাঁকে পা ফেলে নেচে চলেছেন দুই-চারজন নৃত্যশিল্পী। ছন্দের একটু পতন হলে নির্ঘাত বিপদ। তবে এমনটি ঘটেনি কখনো। ক্ষুদ্র নৃগোষ্ঠী পাংখোয়াদের মনোমুগ্ধকর এই বাঁশনৃত্য সবার পরিচিত। আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও সংস্কৃতিচর্চায় এগিয়ে এই পাংখোয়া জনগোষ্ঠী।
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর ইউনিয়নের দুর্গম হরিণছড়া ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাংখোয়াপাড়া। উপজেলার কাপ্তাই জেটিঘাট থেকে কাপ্তাই হ্রদে ঘণ্টাখানেক ইঞ্জিনচালিত নৌকায় যাওয়ার পর ২০ মিনিটের হাঁটাপথ। এখানে ১৮টি পাংখোয়া পরিবারের বাস।
পাংখোয়াদের বাঁশনৃত্য সম্পর্কে দলের সভাপতি লালরিন পাংখোয়া বলেন, ‘আমাদের আরও বেশ কয়েকটি নৃত্য আছে। এর মধ্যে ‘‘কান দামলাই’’ নৃত্য, যেটা আমরা ‘‘পার লাম’’ বলি। পাংখোয়া ভাষায় ‘‘পার’’ মানে ফুল আর ‘‘লাম’’ অর্থ নাচ। ফুল দিয়ে এই নৃত্য পরিবেশন করি আমরা। একজন ছেলে আর একজন মেয়ে জোড়া বাঁধে; এভাবে তিন-চার জোড়া করে নৃত্য পরিবেশন করে।’
পাংখোয়াপাড়া চার্চের সভাপতি আরদৌ লিয়ানা পাংখোয়া বলেন, ‘আমাদের পাড়ায় অনেক প্রতিভাবান শিল্পী আছে। তাঁরা পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। যদি বড় পরিসরে সুযোগ পান, তাহলে তাঁদের প্রতিভাকে আরও বিকশিত করতে পারবেন।’
গত ২৮ ডিসেম্বর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে বড়দিনের অনুষ্ঠানে বাঁশনৃত্য ও পাংখো গান পরিবেশন করে দর্শকের নজর কেড়েছেন পাংখোয়াশিল্পীরা। এতে দলের সদস্য লালরিন পাংখোয়া, লালরোয়াত, লালরিনসান, লালজেকিয়া, ডাভিদ, লালমি, জৌরামথাং, থাতজোয়াল, শালেম, রেবেকি, মালসমপার, জাইথানপার ও সাপনুনপার পাংখোয়া অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং ও ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা জানান, প্রাক-বড়দিন উপলক্ষে গত ১৯ ডিসেম্বর তাঁরা হরিণছড়া-পাংখোয়াপাড়ায় যান। সেখানে পাংখোয়াদের বৈচিত্র্যময় সংস্কৃতি পরিবেশনায় মুগ্ধ হন। পরে শিল্পীদের চন্দ্রঘোনায় বড়দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান বলেন, ‘গত ২৮ ডিসেম্বর হরিণছড়া-পাংখোয়াপাড়ার শিল্পীদের বাঁশনৃত্য ও গান শুনে আমি অভিভূত। উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের পক্ষ থেকে তাঁদের সংস্কৃতি বিকাশে সব ধরনের সহায়তা করব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে