আজকের পত্রিকা ডেস্ক
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাসহ নানা আয়োজনে চট্টগ্রাম ও কক্সবাজারে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মিরসরাই (চট্টগ্রাম): গতকাল বৃহস্পতিবার মিরসরাইয়ে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে না দিতে সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মিরসরাইয়ের সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে একযোগে শপথ নেন।
হাটহাজারী (চট্টগ্রাম): গতকাল হাটহাজারী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থাসহ সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাটহাজারী উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিএনসিসি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হাটহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন বীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এতে সভাপতিত্ব করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ দিদারুল আলম। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া (চট্টগ্রাম): মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল সকালে উপজেলার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম): মহান বিজয় দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
রাউজান (চট্টগ্রাম): গতকাল সকালে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ৫০তম মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
লোহাগাড়া (চট্টগ্রাম): গতকাল লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।
আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
কর্ণফুলী (চট্টগ্রাম): কর্ণফুলীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সকালে মুক্তিযুদ্ধের শিকলবাহা এ জে চৌধুরী কলেজের শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল প্রহর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য এবং বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
উপজেলা কৃষি কৃষি কর্মকর্তার আবু সালেক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
কক্সবাজার: যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন করেছে।
ভোরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার বন বিভাগ, কক্সবাজার টুরিস্ট পুলিশ, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানসিক রোগীদের তহবিল (মারোত) থেকে অর্ধশতাধিক ভাসমান মানসিক রোগীর মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল দুপুরে টেকনাফ আদর্শ কেজি স্কুল চত্বরে ভাসমান মানসিক রোগীদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
কুতুবদিয়া (কক্সবাজার): কুতুবদিয়াতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাসহ নানা আয়োজনে চট্টগ্রাম ও কক্সবাজারে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মিরসরাই (চট্টগ্রাম): গতকাল বৃহস্পতিবার মিরসরাইয়ে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে না দিতে সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মিরসরাইয়ের সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে একযোগে শপথ নেন।
হাটহাজারী (চট্টগ্রাম): গতকাল হাটহাজারী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থাসহ সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাটহাজারী উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিএনসিসি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হাটহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন বীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এতে সভাপতিত্ব করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ দিদারুল আলম। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া (চট্টগ্রাম): মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল সকালে উপজেলার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম): মহান বিজয় দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
রাউজান (চট্টগ্রাম): গতকাল সকালে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ৫০তম মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
লোহাগাড়া (চট্টগ্রাম): গতকাল লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।
আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
কর্ণফুলী (চট্টগ্রাম): কর্ণফুলীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল সকালে মুক্তিযুদ্ধের শিকলবাহা এ জে চৌধুরী কলেজের শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল প্রহর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য এবং বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
উপজেলা কৃষি কৃষি কর্মকর্তার আবু সালেক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
কক্সবাজার: যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন করেছে।
ভোরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার বন বিভাগ, কক্সবাজার টুরিস্ট পুলিশ, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানসিক রোগীদের তহবিল (মারোত) থেকে অর্ধশতাধিক ভাসমান মানসিক রোগীর মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল দুপুরে টেকনাফ আদর্শ কেজি স্কুল চত্বরে ভাসমান মানসিক রোগীদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
কুতুবদিয়া (কক্সবাজার): কুতুবদিয়াতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে