পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর লাউকাঠি নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদের নেতৃত্বে প্রথম দিনে লঞ্চঘাট-সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়।
জানা যায়, পটুয়াখালী জেলা শহরের দুই পাশ দিয়ে বহমান লাউকাঠি ও লোহালিয়া নদী। লোহালিয়া নদীতীরের জৈনকাঠি থেকে শুরু হয়ে লাউকাঠি নদীর সেতু পর্যন্ত সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মধ্যে শতাধিক রয়েছে বহুতল ভবন। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যায়।
এদিকে পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছে শতাধিক অসহায় পরিবার। এসব পরিবার এখন শহীদ আলাউদ্দিন শিশুপার্কে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
দিনমজুর মো. নিজাম সিকদার বলেন, ‘এখন কোথায় যাব, কার কাছে যাব? এই মাঘ মাসের শীতের মধ্যে স্ত্রী-সন্তানদের নিয়া কীভাবে দিন কাটাব? আমাদের দুইটা মাস সময় দিলেও হতো।’
ওই এলাকার বৃষ্টি এন্টারপ্রাইজ ভবনের মালিক মো. হাফিজুর রহমান সবির গাজী বলেন, ‘এই নদীর তীরে অন্তত ৩৯টি স্থাপনা নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে এবং আদালতের স্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। তাই আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসন এসব ঘর ভাঙতে পারে না।’
এলাকার পৌর কাউন্সিলর আলাউদ্দিন আলাল বলেন, ‘এই পরিবারগুলোর জন্য অফিসে অফিসে গিয়েছি যেন তাঁদের পুনর্বাসন করা হয়। অন্তত খালি জায়গা যেন দেওয়া হয়, যাতে তারা ঘর উঠিয়ে এই মহামারির মধ্যে থাকতে পারে।’
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদ বলেন, ‘নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে যাঁরা উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার কাগজপত্র দেখাতে পারবেন, শুধু তাঁদেরগুলো ভাঙা আপাতত স্থগিত রাখা হবে।’
পটুয়াখালীর লাউকাঠি নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদের নেতৃত্বে প্রথম দিনে লঞ্চঘাট-সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়।
জানা যায়, পটুয়াখালী জেলা শহরের দুই পাশ দিয়ে বহমান লাউকাঠি ও লোহালিয়া নদী। লোহালিয়া নদীতীরের জৈনকাঠি থেকে শুরু হয়ে লাউকাঠি নদীর সেতু পর্যন্ত সহস্রাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মধ্যে শতাধিক রয়েছে বহুতল ভবন। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যায়।
এদিকে পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছে শতাধিক অসহায় পরিবার। এসব পরিবার এখন শহীদ আলাউদ্দিন শিশুপার্কে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
দিনমজুর মো. নিজাম সিকদার বলেন, ‘এখন কোথায় যাব, কার কাছে যাব? এই মাঘ মাসের শীতের মধ্যে স্ত্রী-সন্তানদের নিয়া কীভাবে দিন কাটাব? আমাদের দুইটা মাস সময় দিলেও হতো।’
ওই এলাকার বৃষ্টি এন্টারপ্রাইজ ভবনের মালিক মো. হাফিজুর রহমান সবির গাজী বলেন, ‘এই নদীর তীরে অন্তত ৩৯টি স্থাপনা নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে এবং আদালতের স্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। তাই আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসন এসব ঘর ভাঙতে পারে না।’
এলাকার পৌর কাউন্সিলর আলাউদ্দিন আলাল বলেন, ‘এই পরিবারগুলোর জন্য অফিসে অফিসে গিয়েছি যেন তাঁদের পুনর্বাসন করা হয়। অন্তত খালি জায়গা যেন দেওয়া হয়, যাতে তারা ঘর উঠিয়ে এই মহামারির মধ্যে থাকতে পারে।’
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদ বলেন, ‘নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে যাঁরা উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার কাগজপত্র দেখাতে পারবেন, শুধু তাঁদেরগুলো ভাঙা আপাতত স্থগিত রাখা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে