গভীর শ্রদ্ধায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
Thumbnail image

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এই চার জেলায় বিভিন্ন পর্যায়ে নানা আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে গতকাল সকালে বাগেরহাট শহরের দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। প্রথমেই বাগেরহাট জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপারসহ সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিজয় দিবসে হাসপাতাল, শিশু সদন ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট, রামপাল ও কচুয়ায় উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে নানা কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌর সভা, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশ নেন। এর আগে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

এই কর্মসূচিতে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, পৌর মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহরের শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে গতকাল সকালে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

এর আগে শহীদদের স্মরণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকসহ বিভিন্ন স্থানে শ্রদ্ধা জানান, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত