Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ৫১
উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে উত্ত্যক্তের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকনউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত বুধবার সন্ধ্যা উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়াবাজারে এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছেন রাকিব মিয়া (৩৪) নামে আরও একজন। তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোকনউদ্দিন উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাসিমউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোকনউদ্দিনের এক ভাতিজিকে বখাটে মেহেদী হাসান জয় ও তার সহযোগীরা উত্ত্যক্ত করতেন। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় নওপাড়াবাজারে ওই কিশোরীর চাচা রোকনের সঙ্গে ওই বখাটেদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বখাটে মেহেদী হাসান জয়, ডালিম ও হৃদয়সহ অন্যরা স্থানীয় নওপাড়াবাজারে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের পাশে কিশোরীর চাচা রোকনউদ্দিনসহ রাকিবকে ডেকে নেয়। পরে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোকনউদ্দিন মারা যান।

তাছাড়া গুরুতর আহত রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম এবং কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, নিহতের বুকসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অভিযুক্ত মেহেদি হাসান জয়কে পুলিশি নজরদারির মধ্যে রাখা হয়েছে। সেই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত