বললেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০৭: ০৭
আপডেট : ২০ মার্চ ২০২২, ১০: ২৭

সুগন্ধা নদীর ভাঙনের কবলে পড়া বরিশাল বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গতকাল শনিবার বরিশাল বিমানবন্দর পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশাল বিমানবন্দর হবে আধুনিক ও যুগোপযোগী। এটি দেশের সব থেকে সুন্দর বিমানবন্দর হচ্ছে। বিমানবন্দরের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সব দিক থেকে অত্যাধুনিক।’

প্রতিমন্ত্রী মাহবুব আলী এ সময় আরও বলেন, ‘বরিশাল বিমানবন্দরের বিষয়ে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। তাঁর নির্দেশনায় বিমানবন্দরের রানওয়েতে ওভার-লে করার কাজে খুব শিগগিরই হাত দেওয়া হচ্ছে। বড় বিমান যাতে নামতে পারে সে জন্য রানওয়েকে আরও ৭ হাজার ৫০০ ফিট বাড়ানোর প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে অত্যাধুনিক একটি নতুন টার্মিনাল করা হবে। বরিশালে আধুনিক একটি বিমানবন্দর আমরা হয়তো ২০২৩ এ উদ্বোধন করতে পারব।’

তিনি আরও বলেন, ‘বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনাই হাতে নেওয়া হবে। ২৪ ঘণ্টা বিমান নামতে উঠতে পারে সেই লক্ষ্যে এগোচ্ছি আমরা।’

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, নারী সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা, বিমান মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত