নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে