বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় ১৪ বছর আগে সাদিক আহমেদ বানিয়েছিলেন সিনেমা ‘দ্য লাস্ট ঠাকুর’। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে সিনেমাটি। বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতার এই সিনেমা। এ বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এই নির্মাতা। তবে তিনি ফিরেছেন শুটিংয়ে, নতুন সিনেমা নিয়ে। নাম ‘সিটি অব ওজ’। পরিচালক সাদিক আহমেদ বলেন, ‘সিনেমাটি একটি ম্যাজিক্যাল গল্প নিয়ে তৈরি হবে। চরিত্রগুলো সব মৃত।’
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে।
সিটি অব ওজ প্রসঙ্গে নির্মাতা সাদিক বলেন, ‘মানবজীবনের বিভিন্ন ডার্ক সাইডের কাহিনি উঠে আসবে এই সিনেমায়। খুন-ধর্ষণের মতো নৃশংস অপরাধে লিপ্ত থাকা এক ভুতুড়ে জগৎ, যেখানে কোনো চরিত্রই জানে না যে তারা মৃত! সিনেমাটি মূলত মৃত একটি নগরীর গল্প বলবে। অভিনয়শিল্পীদের পারফরম্যান্সই এই সিনেমার প্রাণ।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি বেশ রহস্যময়। গল্পটিও অন্য রকম। চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দারুণ কিছু হচ্ছে। নতুন কিছু হচ্ছে।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এত বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম পাদরি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিটি অব ওজ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
বাংলাদেশে জন্মগ্রহণ করা সাদিক আহমেদ ব্রিটেনের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।
প্রায় ১৪ বছর আগে সাদিক আহমেদ বানিয়েছিলেন সিনেমা ‘দ্য লাস্ট ঠাকুর’। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে। বিভিন্ন উৎসবে প্রশংসিতও হয়েছে সিনেমাটি। বাংলাদেশেও ব্যাপক আলোচিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতার এই সিনেমা। এ বছরের শুরুতে তাহসান খান ও আজমেরী হক বাঁধনকে নিয়ে ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন সাদিক আহমেদ। কাজটি বেশি দূর এগোয়নি, বিভিন্ন কারণে আটকে আছে বলে জানালেন এই নির্মাতা। তবে তিনি ফিরেছেন শুটিংয়ে, নতুন সিনেমা নিয়ে। নাম ‘সিটি অব ওজ’। পরিচালক সাদিক আহমেদ বলেন, ‘সিনেমাটি একটি ম্যাজিক্যাল গল্প নিয়ে তৈরি হবে। চরিত্রগুলো সব মৃত।’
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমায় অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, খিজির হায়াত খান, হৃদয়, সাইফ খান, হামিদুর রহমান ও শাহরিয়ার ফেরদৌস সজীব। ইতিমধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে।
সিটি অব ওজ প্রসঙ্গে নির্মাতা সাদিক বলেন, ‘মানবজীবনের বিভিন্ন ডার্ক সাইডের কাহিনি উঠে আসবে এই সিনেমায়। খুন-ধর্ষণের মতো নৃশংস অপরাধে লিপ্ত থাকা এক ভুতুড়ে জগৎ, যেখানে কোনো চরিত্রই জানে না যে তারা মৃত! সিনেমাটি মূলত মৃত একটি নগরীর গল্প বলবে। অভিনয়শিল্পীদের পারফরম্যান্সই এই সিনেমার প্রাণ।’
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি বেশ রহস্যময়। গল্পটিও অন্য রকম। চরিত্রটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দারুণ কিছু হচ্ছে। নতুন কিছু হচ্ছে।’
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এত বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম পাদরি চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিটি অব ওজ প্রযোজনা করছে দ্য ব্রেক অব ডওন ফিল্মস। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র মার্কেটেও সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
বাংলাদেশে জন্মগ্রহণ করা সাদিক আহমেদ ব্রিটেনের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলে পড়াশোনা করেছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪