Ajker Patrika

মানবাধিকার পদক পেলেন মোস্তফা খান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৫
মানবাধিকার পদক পেলেন মোস্তফা খান

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১’ পদক পেলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির যৌথ উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান সাংবাদিক মো. মঞ্জুর হোসেন ঈসা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসর প্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. মোসাদ্দেক হোসেন, শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত