ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেক সরকার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। হত্যা, সরকারি কর্মকর্তাকে মারধর, বাসস্ট্যান্ডে চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, রাজনীতিতে বাড়ছে অস্থিরতা।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেছেন, একটি পক্ষ তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ময়মনসিংহ-৬ আসন থেকে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার।
স্থানীয় সূত্র বলেছে, নির্বাচনের দুই দিন পরই গত ৯ জানুয়ারি আব্দুল মালেক সরকারের অনুসারীরা ভাঙচুর চালিয়ে ফুলবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী আলম এশিয়া পরিবহনের বাসস্ট্যান্ড দখলে নেয়। এরপর গত ২৭ মার্চ তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন সংসদ সদস্যের অনুসারীদের হাতে মারধরের শিকার হন। গত ১৩ মে রাতে সংসদ সদস্যের সমর্থক জয়নাল আবেদীনের অনুসারী ও ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এনামুর রহমান রবির শ্যালক আক্তার উল আলম শুভ (৩০)। তিনি ঘটনার ১৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুভ হত্যার বিষয়ে কথা বলতে এক সাংবাদিক সংসদ সদস্যকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘ক্যাডাররা এমপি-মন্ত্রীদের সাথেই থাকে। ষাঁড় গরুর যদি রাগ না থাকে, তাহলে ষাঁড় গরু হইল কেমনে? ক্যাডাররা তো আমার সাথেই থাকবে, এটাই স্বাভাবিক।’ সংসদ সদস্যের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি বলেন, ‘সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার একমাত্র শ্যালককে জীবন দিতে হলো। এমপির অনুসারীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। শুভ আমাকে বাঁচাতে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। শুভ হত্যায় অভিযুক্তরা এমপির সঙ্গে সেলফি তোলে, তাদের পক্ষ নিয়ে এমপির অডিও কথোপকথন ভাইরাল হওয়ায় আমরা ন্যায়বিচার নিয়ে শঙ্কিত।’
তবে এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন শর বলেন, ‘অডিও কথোপকথনটি এমপির নিজস্ব বিষয়। তবে যারা ভাইরাল করেছে, তারা ঠিক করেনি। বক্তব্য এডিট করা হয়েছে। রাজনৈতিক পালাবদলের পাশাপাশি দায়িত্বশীলদের পদ পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আগে যারা সবকিছু নিয়ন্ত্রণ করেছে; এখন তারা বঞ্চিত হবে, এতে আফসোস করার কী আছে?’
আর সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই আমি সমর্থন করি না। শুভ হত্যার বিচার হোক আমিও চাই। তবে একটি পক্ষ আমার বক্তব্য সুপার এডিট করেছে। শুভ হত্যায় অভিযুক্ত একজন কখন কীভাবে আমার সাথে সেলফি তুলেছে, সেটা আমি বুঝতে পারিনি।’
শুভ হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘শুভ হত্যার অভিযোগে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিরা উচ্চ আদালতের জামিনে রয়েছেন। আমরা মামলাটি গুরুত্বের সহিত তদন্ত করছি। এখানে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই।’
সংসদ সদস্যের অনুসারীদের হাতে মারধরের শিকার শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার চার দিনের মাথায় গত ৩১ মার্চ বদলি হয়ে ময়মনসিংহ সদর উপজেলায় যোগ দেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলা হয়েছে আমি মুঠোফোনে আপনাকে বলতে পারব না, একদিন অফিসে আসেন, বিস্তারিত বলব।’ হামলার শিকার হলেও কেন পুলিশে অভিযোগ করেননি, জানতে চাইলে তিনি বলেন, তিনি আর ঝামেলা চান না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, পূর্ববিরোধের জেরে এই শিক্ষা কর্মকর্তার ওপর হামলা হয়েছিল। হামলা প্রসঙ্গে ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ের হিসাবরক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমি ফটোকপি করতে উপজেলা পরিষদের সামনে গিয়েছিলাম। পরে এসে শুনি সাত-আটজন অফিসে এসে স্যারের গায়ে হাত তুলেছে। শুনেছি তারা এমপির লোকজন।’
বালিয়ান ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ফুলবাড়িয়ায় এমপি আব্দুল মালেক সরকার মানেই আতঙ্ক। একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছেন তিনি। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনেরও কেউ শান্তিতে নেই।’
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম ফারুক বলেন, ‘সংসদ নির্বাচনের পরপরই মালেক সরকারের লোকজন ভাঙচুর চালিয়ে আলম এশিয়া বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে কারও কথা বলারও সাহস নেই।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘রাজনৈতিক বিরোধে শুভ হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এরপর এ নিয়ে বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দায়িত্বশীলদের বক্তব্য ও অন্যান্য কর্মকাণ্ডে আরও সতর্ক হওয়া প্রয়োজন।’
স্থানীয় সূত্র বলেছে, আলম এশিয়া পরিবহনের বাসস্ট্যান্ড এর আগে নিয়ন্ত্রণ করতেন ফুলবাড়িয়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিম। নির্বাচনের দুই দিন পর বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে এমদাদুল হকের লোকজনকে বের করে দেন। এর পর থেকে বাসস্ট্যান্ড সংসদ সদস্যের অনুসারীদের নিয়ন্ত্রণে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিম আজকের পত্রিকাকে বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে ফুলবাড়িয়ার পরিবেশ খুবই শান্ত ছিল। আব্দুল মালেক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর ফুলবাড়িয়ার জনপদ অশান্ত হয়ে উঠেছে। নির্বাচনের পরপরই তাঁর অনুসারীরা আলম এশিয়া লিমিটেড কোম্পানিটি দখলে নিয়েছে। শিক্ষা কর্মকর্তাকে মারধর, ভূমি অফিসের এক কর্মচারীকে মারধর, শুভ হত্যাকাণ্ডসহ একের এক ঘটনা ঘটছেই। প্রশাসন কঠোর না হলে এই পরিবেশ শান্ত হবে না।
তবে অন্যান্য অভিযোগের মতো বাসস্ট্যান্ড দখলে নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন সংসদ সদস্য আব্দুল মালেক সরকার।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেক সরকার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। হত্যা, সরকারি কর্মকর্তাকে মারধর, বাসস্ট্যান্ডে চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, রাজনীতিতে বাড়ছে অস্থিরতা।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেছেন, একটি পক্ষ তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ময়মনসিংহ-৬ আসন থেকে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার।
স্থানীয় সূত্র বলেছে, নির্বাচনের দুই দিন পরই গত ৯ জানুয়ারি আব্দুল মালেক সরকারের অনুসারীরা ভাঙচুর চালিয়ে ফুলবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী আলম এশিয়া পরিবহনের বাসস্ট্যান্ড দখলে নেয়। এরপর গত ২৭ মার্চ তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন সংসদ সদস্যের অনুসারীদের হাতে মারধরের শিকার হন। গত ১৩ মে রাতে সংসদ সদস্যের সমর্থক জয়নাল আবেদীনের অনুসারী ও ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এনামুর রহমান রবির শ্যালক আক্তার উল আলম শুভ (৩০)। তিনি ঘটনার ১৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুভ হত্যার বিষয়ে কথা বলতে এক সাংবাদিক সংসদ সদস্যকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘ক্যাডাররা এমপি-মন্ত্রীদের সাথেই থাকে। ষাঁড় গরুর যদি রাগ না থাকে, তাহলে ষাঁড় গরু হইল কেমনে? ক্যাডাররা তো আমার সাথেই থাকবে, এটাই স্বাভাবিক।’ সংসদ সদস্যের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি বলেন, ‘সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার একমাত্র শ্যালককে জীবন দিতে হলো। এমপির অনুসারীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। শুভ আমাকে বাঁচাতে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। শুভ হত্যায় অভিযুক্তরা এমপির সঙ্গে সেলফি তোলে, তাদের পক্ষ নিয়ে এমপির অডিও কথোপকথন ভাইরাল হওয়ায় আমরা ন্যায়বিচার নিয়ে শঙ্কিত।’
তবে এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন শর বলেন, ‘অডিও কথোপকথনটি এমপির নিজস্ব বিষয়। তবে যারা ভাইরাল করেছে, তারা ঠিক করেনি। বক্তব্য এডিট করা হয়েছে। রাজনৈতিক পালাবদলের পাশাপাশি দায়িত্বশীলদের পদ পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আগে যারা সবকিছু নিয়ন্ত্রণ করেছে; এখন তারা বঞ্চিত হবে, এতে আফসোস করার কী আছে?’
আর সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই আমি সমর্থন করি না। শুভ হত্যার বিচার হোক আমিও চাই। তবে একটি পক্ষ আমার বক্তব্য সুপার এডিট করেছে। শুভ হত্যায় অভিযুক্ত একজন কখন কীভাবে আমার সাথে সেলফি তুলেছে, সেটা আমি বুঝতে পারিনি।’
শুভ হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘শুভ হত্যার অভিযোগে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিরা উচ্চ আদালতের জামিনে রয়েছেন। আমরা মামলাটি গুরুত্বের সহিত তদন্ত করছি। এখানে কারও প্রভাব খাটানোর সুযোগ নেই।’
সংসদ সদস্যের অনুসারীদের হাতে মারধরের শিকার শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন ঘটনার চার দিনের মাথায় গত ৩১ মার্চ বদলি হয়ে ময়মনসিংহ সদর উপজেলায় যোগ দেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে হামলা হয়েছে আমি মুঠোফোনে আপনাকে বলতে পারব না, একদিন অফিসে আসেন, বিস্তারিত বলব।’ হামলার শিকার হলেও কেন পুলিশে অভিযোগ করেননি, জানতে চাইলে তিনি বলেন, তিনি আর ঝামেলা চান না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, পূর্ববিরোধের জেরে এই শিক্ষা কর্মকর্তার ওপর হামলা হয়েছিল। হামলা প্রসঙ্গে ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ের হিসাবরক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমি ফটোকপি করতে উপজেলা পরিষদের সামনে গিয়েছিলাম। পরে এসে শুনি সাত-আটজন অফিসে এসে স্যারের গায়ে হাত তুলেছে। শুনেছি তারা এমপির লোকজন।’
বালিয়ান ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ফুলবাড়িয়ায় এমপি আব্দুল মালেক সরকার মানেই আতঙ্ক। একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছেন তিনি। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনেরও কেউ শান্তিতে নেই।’
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম ফারুক বলেন, ‘সংসদ নির্বাচনের পরপরই মালেক সরকারের লোকজন ভাঙচুর চালিয়ে আলম এশিয়া বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে কারও কথা বলারও সাহস নেই।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘রাজনৈতিক বিরোধে শুভ হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এরপর এ নিয়ে বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দায়িত্বশীলদের বক্তব্য ও অন্যান্য কর্মকাণ্ডে আরও সতর্ক হওয়া প্রয়োজন।’
স্থানীয় সূত্র বলেছে, আলম এশিয়া পরিবহনের বাসস্ট্যান্ড এর আগে নিয়ন্ত্রণ করতেন ফুলবাড়িয়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিম। নির্বাচনের দুই দিন পর বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে এমদাদুল হকের লোকজনকে বের করে দেন। এর পর থেকে বাসস্ট্যান্ড সংসদ সদস্যের অনুসারীদের নিয়ন্ত্রণে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিম আজকের পত্রিকাকে বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে ফুলবাড়িয়ার পরিবেশ খুবই শান্ত ছিল। আব্দুল মালেক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর ফুলবাড়িয়ার জনপদ অশান্ত হয়ে উঠেছে। নির্বাচনের পরপরই তাঁর অনুসারীরা আলম এশিয়া লিমিটেড কোম্পানিটি দখলে নিয়েছে। শিক্ষা কর্মকর্তাকে মারধর, ভূমি অফিসের এক কর্মচারীকে মারধর, শুভ হত্যাকাণ্ডসহ একের এক ঘটনা ঘটছেই। প্রশাসন কঠোর না হলে এই পরিবেশ শান্ত হবে না।
তবে অন্যান্য অভিযোগের মতো বাসস্ট্যান্ড দখলে নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন সংসদ সদস্য আব্দুল মালেক সরকার।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪