চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আমন খেতে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকেরা বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫২ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৫২ হাজার ৩৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জেলায় এবার স্বর্ণা, একান্ন, ব্রি-৮৭,৭১, ৭৫,৩৪, বিনা-১৭ সহ অন্যান্য জাতের ধানের আবাদ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে এরই মধ্যে বিপুল পরিমাণ জমির ধান নষ্ট হয়ে গেছে।
কৃষকেরা জানান, আর কিছুদিনের মধ্যেই ধানের শিষ বের হবে। এমন অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন ফল মিলছে না। প্রতি সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক স্প্রে করতে হচ্ছে। আক্রান্ত ধান গাছের গোড়ায় খুব ছোট আকৃতির এই পোকা দেখা যায়। দ্রুত ধানের ক্ষতি করে কারেন্ট পোকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার আমনচাষি আকবর আলী বলেন, ১৫ দিন থেকে আমন খেতে কারেন্ট পোকার আক্রমণ বেড়ে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ার চিন্তায় রয়েছেন চাষিরা।
গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার কৃষক বদরুল ইসলাম বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। কিন্তু হঠাৎ কারেন্ট পোকা দেখা দিয়েছে। চারবার বিষ স্প্রে করেছেন। কিন্তু সেভাবে ফল মিলছে না বলে জানান তিনি।
নাচোল উপজেলার নেজামপুর এলাকার আমনচাষি এন্তাজ আলী বলেন, এবার প্রথম থেকে ধানের অবস্থা ভালো ছিল। ধানের শিষ বের হতে শুরু করেছে। আশা ছিল খুব ভালো ফলন হবে। কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দেখা দেওয়ায় ফলন কমার আশঙ্কা করছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, ধানের চারা রোপণের আগেই কিছু ব্যবস্থা নিলে কারেন্ট পোকার আক্রমণ রোধ করা সম্ভব। এর মধ্যে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ, আইলের মাঝে বিলি কেটে দেওয়া, ইউরিয়া সারের যথাযথ প্রয়োগ, আগাম ও প্রতিরোধে সক্ষম জাতের চারা রোপণের মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম বলেন, সদর উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৩২০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মাঠে এবার ধানখেত দেখে কৃষকের পাশাপাশি তাঁরাও খুব খুশি ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে কৃষকদের পাশাপাশি তাঁরাও চিন্তিত। পোকা দমনে ‘পাইমেট্রোজিন’ গ্রুপের কীটনাশক দিয়ে ধান গাছের গোড়া ও ওপরে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সালেহ আকরাম আরও জানান, পোকা দমন করতে হলে আক্রান্ত খেতের পানি বের করে দিতে হবে। সূর্যের আলো ও বাতাস যাতে ধানগাছের গোড়ায় পৌঁছাতে পারে সে ব্যবস্থা করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে আমন খেতে কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকেরা বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫২ হাজার হেক্টর। আবাদ হয়েছে ৫২ হাজার ৩৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জেলায় এবার স্বর্ণা, একান্ন, ব্রি-৮৭,৭১, ৭৫,৩৪, বিনা-১৭ সহ অন্যান্য জাতের ধানের আবাদ হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে এরই মধ্যে বিপুল পরিমাণ জমির ধান নষ্ট হয়ে গেছে।
কৃষকেরা জানান, আর কিছুদিনের মধ্যেই ধানের শিষ বের হবে। এমন অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন ফল মিলছে না। প্রতি সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক স্প্রে করতে হচ্ছে। আক্রান্ত ধান গাছের গোড়ায় খুব ছোট আকৃতির এই পোকা দেখা যায়। দ্রুত ধানের ক্ষতি করে কারেন্ট পোকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার আমনচাষি আকবর আলী বলেন, ১৫ দিন থেকে আমন খেতে কারেন্ট পোকার আক্রমণ বেড়ে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ার চিন্তায় রয়েছেন চাষিরা।
গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার কৃষক বদরুল ইসলাম বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। কিন্তু হঠাৎ কারেন্ট পোকা দেখা দিয়েছে। চারবার বিষ স্প্রে করেছেন। কিন্তু সেভাবে ফল মিলছে না বলে জানান তিনি।
নাচোল উপজেলার নেজামপুর এলাকার আমনচাষি এন্তাজ আলী বলেন, এবার প্রথম থেকে ধানের অবস্থা ভালো ছিল। ধানের শিষ বের হতে শুরু করেছে। আশা ছিল খুব ভালো ফলন হবে। কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দেখা দেওয়ায় ফলন কমার আশঙ্কা করছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, ধানের চারা রোপণের আগেই কিছু ব্যবস্থা নিলে কারেন্ট পোকার আক্রমণ রোধ করা সম্ভব। এর মধ্যে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ, আইলের মাঝে বিলি কেটে দেওয়া, ইউরিয়া সারের যথাযথ প্রয়োগ, আগাম ও প্রতিরোধে সক্ষম জাতের চারা রোপণের মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ আকরাম বলেন, সদর উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৩২০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মাঠে এবার ধানখেত দেখে কৃষকের পাশাপাশি তাঁরাও খুব খুশি ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে কৃষকদের পাশাপাশি তাঁরাও চিন্তিত। পোকা দমনে ‘পাইমেট্রোজিন’ গ্রুপের কীটনাশক দিয়ে ধান গাছের গোড়া ও ওপরে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সালেহ আকরাম আরও জানান, পোকা দমন করতে হলে আক্রান্ত খেতের পানি বের করে দিতে হবে। সূর্যের আলো ও বাতাস যাতে ধানগাছের গোড়ায় পৌঁছাতে পারে সে ব্যবস্থা করতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে