সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখান বাজার মুন্সিগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার। এক বর্গকিলোমিটার আয়তনের এ বাজারে রয়েছে মাত্র দুটি গণশৌচাগার। দুটিই দীর্ঘদিন অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সিরাজদিখান বাজারে প্রায় দুই হাজার দোকান রয়েছে। এ বিশাল বাজারে রয়েছে মাত্র দুটি গণশৌচাগার। শৌচাগারগুলো জরাজীর্ণ, ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
মাছ বাজারের পাশে শৌচাগারটির পূর্ব পাশেই দোকানিদের কাঁচামালের অবশিষ্ট, মুরগির অবশিষ্ট বিষ্ঠাসহ বর্জ্য, গরু জবাইয়ের বর্জ্যসহ নানা ধরনের বর্জ্য ফেলা হয়েছে। বর্জ্যের দুর্গন্ধে টয়লেটে যাওয়াই যায় না।
সিরাজদিখান বাজারে আসা ক্রেতা মো. রবিন হোসেন বলেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিলে এখানে যাওয়ার মতো কোনো শৌচাগার নেই। এত বড় একটি বাজার, কিন্তু এখানে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। এটা প্রশাসনের গুরুত্বসহকারে দেখা দরকার বলে মনে করি।’
বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিরাজদিখান বাজারটি অনেক প্রাচীন। কিন্তু বাজারটির পরিবেশ দেখে মনে হয় কোনো উন্নয়নের ছোঁয়াই পায়নি। বাজারে উত্তর ও দক্ষিণ দুই পাশে দুটি পাবলিক শৌচাগার আছে। কিন্তু যে শৌচাগার আছে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে কয়েক বছর ধরে। বাজার কমিটি এদিকে কোনো নজরই দিচ্ছে না।’
সিরাজদিখান বাজারের স্বর্ণ ব্যবসায়ী পলাশ পাল বলেন, ‘টয়লেটে যেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীকে পাঁচ টাকা করে দিতে হয়। কিন্তু শৌচাগার ঠিকমতো পরিষ্কার করে না। তা ছাড়া, টয়লেটের দরজা ভাঙা। টয়লেটের পাশে যে ময়লার স্তূপ রয়েছে, তার দুর্গন্ধে টয়লেটে যাওয়া যায় না। তাই বাজার কমিটি যদি নতুন শৌচাগার নির্মাণ করে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়।’
সিরাজদিখান বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম খান বলেন, ‘স্বাস্থ্যসম্মত পাবলিক শৌচাগার না থাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ৩০-৩৫ বছর আগে এই শৌচাগারগুলো নির্মাণ হয়েছে। এখন শৌচাগারগুলো জরাজীর্ণ এবং অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে জানিয়ে নতুন বরাদ্দ এনে নতুন শৌচাগার নির্মাণের জন্য কাজ করছি।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘বাজারের শৌচাগারগুলো জরাজীর্ণ এবং বাজে অবস্থায় আছে। সে জন্য বরাদ্দের মাধ্যমে নতুন করে নির্মাণ করা হবে।’
সিরাজদিখান বাজার মুন্সিগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার। এক বর্গকিলোমিটার আয়তনের এ বাজারে রয়েছে মাত্র দুটি গণশৌচাগার। দুটিই দীর্ঘদিন অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সিরাজদিখান বাজারে প্রায় দুই হাজার দোকান রয়েছে। এ বিশাল বাজারে রয়েছে মাত্র দুটি গণশৌচাগার। শৌচাগারগুলো জরাজীর্ণ, ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
মাছ বাজারের পাশে শৌচাগারটির পূর্ব পাশেই দোকানিদের কাঁচামালের অবশিষ্ট, মুরগির অবশিষ্ট বিষ্ঠাসহ বর্জ্য, গরু জবাইয়ের বর্জ্যসহ নানা ধরনের বর্জ্য ফেলা হয়েছে। বর্জ্যের দুর্গন্ধে টয়লেটে যাওয়াই যায় না।
সিরাজদিখান বাজারে আসা ক্রেতা মো. রবিন হোসেন বলেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিলে এখানে যাওয়ার মতো কোনো শৌচাগার নেই। এত বড় একটি বাজার, কিন্তু এখানে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। এটা প্রশাসনের গুরুত্বসহকারে দেখা দরকার বলে মনে করি।’
বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিরাজদিখান বাজারটি অনেক প্রাচীন। কিন্তু বাজারটির পরিবেশ দেখে মনে হয় কোনো উন্নয়নের ছোঁয়াই পায়নি। বাজারে উত্তর ও দক্ষিণ দুই পাশে দুটি পাবলিক শৌচাগার আছে। কিন্তু যে শৌচাগার আছে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে কয়েক বছর ধরে। বাজার কমিটি এদিকে কোনো নজরই দিচ্ছে না।’
সিরাজদিখান বাজারের স্বর্ণ ব্যবসায়ী পলাশ পাল বলেন, ‘টয়লেটে যেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীকে পাঁচ টাকা করে দিতে হয়। কিন্তু শৌচাগার ঠিকমতো পরিষ্কার করে না। তা ছাড়া, টয়লেটের দরজা ভাঙা। টয়লেটের পাশে যে ময়লার স্তূপ রয়েছে, তার দুর্গন্ধে টয়লেটে যাওয়া যায় না। তাই বাজার কমিটি যদি নতুন শৌচাগার নির্মাণ করে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়।’
সিরাজদিখান বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম খান বলেন, ‘স্বাস্থ্যসম্মত পাবলিক শৌচাগার না থাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ৩০-৩৫ বছর আগে এই শৌচাগারগুলো নির্মাণ হয়েছে। এখন শৌচাগারগুলো জরাজীর্ণ এবং অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে জানিয়ে নতুন বরাদ্দ এনে নতুন শৌচাগার নির্মাণের জন্য কাজ করছি।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘বাজারের শৌচাগারগুলো জরাজীর্ণ এবং বাজে অবস্থায় আছে। সে জন্য বরাদ্দের মাধ্যমে নতুন করে নির্মাণ করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে