শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিডিউল মেনে লোডশেডিংয়ের কথা থাকলেও মানা হচ্ছে না। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকেরা।
পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে আমাদের কাজের সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।’
পৌরশহরের একটি ওয়ার্কশপের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘বিদ্যুতের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে। কিছুদিন ধরে বিদ্যুৎ খুবই সমস্যা করছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কাস্টমারদের সঠিক সময়ে মালামাল ডেলিভারি দিতে পারছি না।’
মিল মালিক দুদু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমন করে কীভাবে চলব বুঝতে পারছি না।’
জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘কী কমু বাবা? কারেন্ট থাহে না, জমিতে পানি কেমনে দিমু? জমি হাল বাইছি, মেঘ বৃষ্টি নাই, পানি নাই। কারেনের নাইগি পানি দিতে পারতেছি না। এবার কেমনে ফসল করমু? খুবই চিন্তাই আছি।’
মাটিয়াকুড়া গ্রামের কৃষক ইউছুব আলী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালাতে পারছি না। দুশ্চিন্তায় পড়েছি। এ সময় বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করতাম, এবারতো বৃষ্টিও নেই।’
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী আ. মুমিন বলেন, ‘আমরা শিডিউল মেনে লোডশেডিং দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’
শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিডিউল মেনে লোডশেডিংয়ের কথা থাকলেও মানা হচ্ছে না। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকেরা।
পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে আমাদের কাজের সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।’
পৌরশহরের একটি ওয়ার্কশপের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘বিদ্যুতের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে। কিছুদিন ধরে বিদ্যুৎ খুবই সমস্যা করছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কাস্টমারদের সঠিক সময়ে মালামাল ডেলিভারি দিতে পারছি না।’
মিল মালিক দুদু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমন করে কীভাবে চলব বুঝতে পারছি না।’
জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘কী কমু বাবা? কারেন্ট থাহে না, জমিতে পানি কেমনে দিমু? জমি হাল বাইছি, মেঘ বৃষ্টি নাই, পানি নাই। কারেনের নাইগি পানি দিতে পারতেছি না। এবার কেমনে ফসল করমু? খুবই চিন্তাই আছি।’
মাটিয়াকুড়া গ্রামের কৃষক ইউছুব আলী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালাতে পারছি না। দুশ্চিন্তায় পড়েছি। এ সময় বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করতাম, এবারতো বৃষ্টিও নেই।’
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী আ. মুমিন বলেন, ‘আমরা শিডিউল মেনে লোডশেডিং দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে