চাটখিলে ৬৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ২৫

নোয়াখালীর চাটখিলের ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) মোট ৬৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৯ জন, ইসলামি আন্দোলনের ৫ জন, একজন জাতীয় পার্টির ও একজন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মশাল মার্কা নিয়ে ভোট করবেন। বাকি ৫২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আর এই ৫২ জনেরই আনারস প্রতীক হিসেবে প্রথম পছন্দ বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী। এ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে ভোট না করলেও কিছু ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামাতের নিবন্ধন না থাকলেও স্বতন্ত্রভাবে দুইটি ইউপিতে অংশগ্রহণ করছেন।

আনারস প্রতীকের প্রতি সবার এত আগ্রহ কেন জানতে চাইলে কয়েকজন প্রার্থী বলেন, দলীয় প্রতীকের বাইরে আনারস ছাড়া তেমন কোনো গ্রহণযোগ্য প্রতীক নেই। তাই সবারই পছন্দ আনারস প্রতীক।

আবার অনেকে বলেছেন, ব্যালটেও আনারস স্পষ্ট হওয়ায় ভোটাররা সহজেই চিনতে পারেন।

এ দিকে চাটখিল উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত