শরিফুল ইসলাম, ঢাকা
‘ব্যাংকাসুরেন্স’ শব্দটিকে অপরিচিত শোনালেও দেশে এ নিয়ে প্রস্তুতি চলছে কয়েক বছর ধরে। বিশ্লেষকদের মতে, এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হলে বিমা খাতে নতুন ধারার সূচনা হবে।এর ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আসবে। আর তাতেই বিমার প্রতি গ্রাহকের আস্থা দৃঢ় হবে। ব্যাংকের সঙ্গে ইনস্যুরেন্সের সিস্টেম চালু থাকলে, অ্যাকাউন্ট থেকেই প্রিমিয়াম কেটে রাখা যাবে।ব্যাংকাসুরেন্স হলো ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিমা পণ্য বিক্রি ও সংশ্লিষ্ট সব আর্থিক লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করাকে বলা হয় ব্যাংকাসুরেন্স। এর ফলে ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্ব হয়। বিমা পণ্যগুলোর সঙ্গে ব্যাংকিং পণ্যগুলোকে একত্র করার বিশাল সুযোগ থাকে, যা ব্যাংকিং পণ্যগুলোকে আরও আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করে তুলতে সাহায্য করে। ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে এবং গ্রাহকের মৃত্যু বা অক্ষমতার কারণে ঝুঁকি মোকাবিলায় ব্যাংকাসুরেন্স কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদি সঠিক মনোভাব এবং দক্ষতার সঙ্গে কাজ করা হয়, তবে ব্যাংকাসুরেন্সে অংশগ্রহণকারী সব ব্যাংক, বিমা প্রদানকারীর জন্য লাভজনক এবং গ্রাহকের জন্য উপকারী হতে পারে। দেশে ব্যাংকাসুরেন্স চালু হলে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান উভয়ে লাভবান হবে।
দেশে বর্তমানে ৩৫টি জীবনবিমা ও ৪৬টি সাধারণ বিমা কোম্পানি কাজ করছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুন শেষে দেশের জীবনবিমা খাতে ৪১ হাজার ৪৮৭ কোটি ও সাধারণ বিমা খাতে ১২ হাজার ৩৩৭ কোটি টাকার সম্পদ ছিল। সব মিলিয়ে বিমা খাতের মোট সম্পদের পরিমাণ ৫৩ হাজার ৮১৪ কোটি টাকা।
দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্র জানায়, বিমার ওপর মানুষের আগ্রহ বাড়ানোর জন্য ব্যাংকাসুরেন্স করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকের মাধ্যমে বিমার প্রিমিয়াম জমা দেওয়া যায়। ব্যাংকাসুরেন্স চালু হলে প্রিমিয়ামও বিক্রি করা যাবে। ফলে গ্রাহকের আলাদা করে বিমা কোম্পানিতে যেতে হবে না কিংবা এজেন্টের ওপর নির্ভর করতে হবে না। বিমা কোম্পানির সঙ্গে সংযুক্ত হতে গত বছর থেকেই বাণিজ্যিক ব্যাংকগুলো এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বেসরকারি ও বিদেশি খাতের ৯টি ব্যাংক বিমা পণ্য বিপণন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনাপত্তি চেয়ে আবেদনও করেছে। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
তবে ব্যাংকাসুরেন্স ধারণাটি বিদেশে একেবারে নতুন নয়। ১৯৮০ সালে ফ্রান্সে ব্যাংকাসুরেন্স চালু হলে পরবর্তী সময়ে এ কার্যক্রম বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশেই এ ব্যবস্থা চালু রয়েছে।
সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা সংস্থা সুইস রি ইনস্টিটিউটের তথ্য অনুসারে, বাংলাদেশি বিমা কোম্পানিগুলোর জিডিপির সঙ্গে সংগৃহীত প্রিমিয়ামের অনুপাত মাত্র ০.৪ শতাংশ, যেখানে ভারতে এটি ৪ শতাংশের বেশি। বিমা পলিসি গ্রহণকারী গ্রাহকেরা ২০২০ সালে ১১ হাজার ৩০০ কোটি টাকা প্রিমিয়াম প্রদান করেছেন। সরকার আগামী কয়েক বছরের মধ্যে প্রিমিয়াম থেকে জিডিপি অনুপাত ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে।
বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংকাসুরেন্স চালু থাকলে গ্রাহক সহজে পলিসি করতে সক্ষম হবে। আবার এতে করে দুটি সুবিধা হবে। এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে মাঠকর্মীরা পৌঁছাতে পারেন না। কিন্তু ব্যাংকের কাছে তাঁরা নিয়মিতই আসেন। তাঁরা সহজেই বিমার গ্রাহক হতে পারেন, মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা বাড়বে।
প্রান্তিক অঞ্চলে ব্যাংকের কার্যক্রম পর্যায়ক্রমে বাড়ছে। কেননা ব্যাংকের ওপর মানুষের আস্থাও বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইনস্যুরেন্স সেবা এবং ব্যাংকের সেবা একসঙ্গে পাওয়াকে ব্যাংকাসুরেন্স বলা হয়। এটার মাধ্যমে ইনস্যুরেন্স পেমেন্ট সহজ হবে। গ্রাহকেরা পলিসি কিনতে আরও আগ্রহী হবেন। তাঁকে দূরে কোথাও যেতে হবে না। তিনি ফিচার জেনে ওই ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ থেকে ইনস্যুরেন্স পলিসি কিনতে পারবেন। তবে দেশে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ ছাড়া এটি স্বচ্ছতায়ও বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সিইও জিয়াউল হক বলেন, এটি একটি সম্ভাবনার জায়গা। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবেশ আরও চাঙা হবে বলে তিনি মনে করেন।
‘ব্যাংকাসুরেন্স’ শব্দটিকে অপরিচিত শোনালেও দেশে এ নিয়ে প্রস্তুতি চলছে কয়েক বছর ধরে। বিশ্লেষকদের মতে, এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হলে বিমা খাতে নতুন ধারার সূচনা হবে।এর ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আসবে। আর তাতেই বিমার প্রতি গ্রাহকের আস্থা দৃঢ় হবে। ব্যাংকের সঙ্গে ইনস্যুরেন্সের সিস্টেম চালু থাকলে, অ্যাকাউন্ট থেকেই প্রিমিয়াম কেটে রাখা যাবে।ব্যাংকাসুরেন্স হলো ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিমা পণ্য বিক্রি ও সংশ্লিষ্ট সব আর্থিক লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করাকে বলা হয় ব্যাংকাসুরেন্স। এর ফলে ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্ব হয়। বিমা পণ্যগুলোর সঙ্গে ব্যাংকিং পণ্যগুলোকে একত্র করার বিশাল সুযোগ থাকে, যা ব্যাংকিং পণ্যগুলোকে আরও আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করে তুলতে সাহায্য করে। ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে এবং গ্রাহকের মৃত্যু বা অক্ষমতার কারণে ঝুঁকি মোকাবিলায় ব্যাংকাসুরেন্স কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদি সঠিক মনোভাব এবং দক্ষতার সঙ্গে কাজ করা হয়, তবে ব্যাংকাসুরেন্সে অংশগ্রহণকারী সব ব্যাংক, বিমা প্রদানকারীর জন্য লাভজনক এবং গ্রাহকের জন্য উপকারী হতে পারে। দেশে ব্যাংকাসুরেন্স চালু হলে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান উভয়ে লাভবান হবে।
দেশে বর্তমানে ৩৫টি জীবনবিমা ও ৪৬টি সাধারণ বিমা কোম্পানি কাজ করছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুন শেষে দেশের জীবনবিমা খাতে ৪১ হাজার ৪৮৭ কোটি ও সাধারণ বিমা খাতে ১২ হাজার ৩৩৭ কোটি টাকার সম্পদ ছিল। সব মিলিয়ে বিমা খাতের মোট সম্পদের পরিমাণ ৫৩ হাজার ৮১৪ কোটি টাকা।
দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্র জানায়, বিমার ওপর মানুষের আগ্রহ বাড়ানোর জন্য ব্যাংকাসুরেন্স করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকের মাধ্যমে বিমার প্রিমিয়াম জমা দেওয়া যায়। ব্যাংকাসুরেন্স চালু হলে প্রিমিয়ামও বিক্রি করা যাবে। ফলে গ্রাহকের আলাদা করে বিমা কোম্পানিতে যেতে হবে না কিংবা এজেন্টের ওপর নির্ভর করতে হবে না। বিমা কোম্পানির সঙ্গে সংযুক্ত হতে গত বছর থেকেই বাণিজ্যিক ব্যাংকগুলো এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বেসরকারি ও বিদেশি খাতের ৯টি ব্যাংক বিমা পণ্য বিপণন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনাপত্তি চেয়ে আবেদনও করেছে। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
তবে ব্যাংকাসুরেন্স ধারণাটি বিদেশে একেবারে নতুন নয়। ১৯৮০ সালে ফ্রান্সে ব্যাংকাসুরেন্স চালু হলে পরবর্তী সময়ে এ কার্যক্রম বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশেই এ ব্যবস্থা চালু রয়েছে।
সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা সংস্থা সুইস রি ইনস্টিটিউটের তথ্য অনুসারে, বাংলাদেশি বিমা কোম্পানিগুলোর জিডিপির সঙ্গে সংগৃহীত প্রিমিয়ামের অনুপাত মাত্র ০.৪ শতাংশ, যেখানে ভারতে এটি ৪ শতাংশের বেশি। বিমা পলিসি গ্রহণকারী গ্রাহকেরা ২০২০ সালে ১১ হাজার ৩০০ কোটি টাকা প্রিমিয়াম প্রদান করেছেন। সরকার আগামী কয়েক বছরের মধ্যে প্রিমিয়াম থেকে জিডিপি অনুপাত ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে।
বিমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংকাসুরেন্স চালু থাকলে গ্রাহক সহজে পলিসি করতে সক্ষম হবে। আবার এতে করে দুটি সুবিধা হবে। এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে মাঠকর্মীরা পৌঁছাতে পারেন না। কিন্তু ব্যাংকের কাছে তাঁরা নিয়মিতই আসেন। তাঁরা সহজেই বিমার গ্রাহক হতে পারেন, মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা বাড়বে।
প্রান্তিক অঞ্চলে ব্যাংকের কার্যক্রম পর্যায়ক্রমে বাড়ছে। কেননা ব্যাংকের ওপর মানুষের আস্থাও বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইনস্যুরেন্স সেবা এবং ব্যাংকের সেবা একসঙ্গে পাওয়াকে ব্যাংকাসুরেন্স বলা হয়। এটার মাধ্যমে ইনস্যুরেন্স পেমেন্ট সহজ হবে। গ্রাহকেরা পলিসি কিনতে আরও আগ্রহী হবেন। তাঁকে দূরে কোথাও যেতে হবে না। তিনি ফিচার জেনে ওই ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ থেকে ইনস্যুরেন্স পলিসি কিনতে পারবেন। তবে দেশে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ ছাড়া এটি স্বচ্ছতায়ও বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সিইও জিয়াউল হক বলেন, এটি একটি সম্ভাবনার জায়গা। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবেশ আরও চাঙা হবে বলে তিনি মনে করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে