সুজেয় শ্যামের সুরে বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন ঝিলিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৯: ৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গানের সুর করেছেন সংগীত পরিচালক সুজেয় শ্যাম। নাসির আহমেদের লেখা ‘আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বাংলাদেশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক। তৈরি হয়েছে বাংলাদেশ বেতারের জন্য।

নতুন গানটি নিয়ে ঝিলিক বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একক গান গাইতে পারাটা আমার জন্য পরম আনন্দের, গর্বের। আমার সৌভাগ্য, শ্রদ্ধেয় সুজেয় শ্যাম স্যারের সুরে গানটি গেয়েছি। তাঁর সুরের গানটি দিয়ে আমিও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে তাই আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সুজেয় শ্যাম বলেন, ‘ঝিলিকের কণ্ঠটা ভীষণ মিষ্টি। গানটি বুঝিয়ে দেওয়ার পর স্বল্প সময়েই আয়ত্ত করেছে সে। মন দিয়ে গানটি গেয়েছে। রেকর্ডিংয়ের পর সবাই যখন গানটি শুনলাম, তখন সত্যিই বিস্মিত হয়েছি। এত মায়া, এত দরদ দিয়ে ঝিলিক গানটি গেয়েছে যে সত্যিই অন্য রকম হয়েছে। ঝিলিকের জন্য অনেক আশীর্বাদ রইল।’

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ বেতারে প্রচারিত হবে নতুন এ গান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত