নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে বিভাগীয় গণসমাবেশ করার পর বিএনপির মনোযোগ এখন বরিশালের দিকে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে বিএনপি। আগের চারটি সমাবেশের ধারাবাহিকতায় বরিশালেও একটি সফল গণসমাবেশ করতে চায় দলটি। সে ক্ষেত্রে ‘রাজনৈতিক’ গণপরিবহন ধর্মঘটের প্রতিবন্ধকতার সঙ্গে বরিশাল বিএনপিতে বিরাজমান বিভেদও কাঁটা হয়ে দেখা দিচ্ছে বিএনপির সামনে। বিভেদ নিয়ে কর্মসূচি কতটুকু সফল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে দলের ভেতরেই। এ ছাড়া শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও দলের নীতিনির্ধারকদের প্রত্যাশা, গণসমাবেশের মধ্য দিয়ে সব বিভেদের অবসান হবে।
দলীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশালে বিএনপির সমাবেশের স্থান ঠিক না হলেও প্রস্তুতির কাজ থেমে নেই। সমাবেশের দিন এবং এর আগের দিন ডাকা পরিবহন ধর্মঘটের বিষয়টি নিয়ে আগাম চিন্তা করে রাখা হয়েছে। একই সঙ্গে প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলের লোকজনের হুমকি-ধমকি, পুলিশি তৎপরতা মোকাবিলার বিষয়েও। এসবের চেয়ে নেতৃত্বের দ্বন্দ্ব সমাবেশের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন দলের স্থানীয় নেতারা।
গত বছরের ৩ নভেম্বর প্রভাবশালী নেতা মজিবর রহমান সরোয়ারকে বাদ দিয়ে বরিশাল মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর যে দ্বন্দ্ব শুরু হয়, তা এখনো মেটেনি। কমিটি ঘোষণার পর থেকেই মহানগর বিএনপির সাবেক সভাপতি সরোয়ার এবং তাঁর অনুসারীরা নাখোশ হয়ে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে এই পক্ষকে সহজভাবে নিতে পারেননি নতুন নেতৃত্বও। নতুনদের কাছে নানাভাবে উপেক্ষিত হওয়ারও অভিযোগ আছে পুরোনোদের। এমনকি তাঁরা হামলা-মামলারও শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে বরিশাল বিএনপির বেশ কয়েকজন নেতা বলেন, নতুন ও পুরোনো নেতৃত্বের দ্বন্দ্ব স্পষ্ট দৃশ্যমান। এক পক্ষ আরেক পক্ষকে সহ্যই করতে পারে না। দুই পক্ষের বিবাদে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরও কেন্দ্র থেকে এ বিষয়ে খুব একটা নজর দেওয়া হচ্ছে না।
সরোয়ারের অনুসারী একাধিক নেতা বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে পুরোনোদের উপেক্ষা করে আসছে। সভা-সমাবেশেও তাঁদের ডাকা হয় না। আগামী দিনে সিটি নির্বাচন ও সংসদ নির্বাচন থেকে যাতে পুরোনোদের দূরে রাখা যায়, সেই চেষ্টা চলছে।
বরিশালে গণসমাবেশ ঘিরেও উপেক্ষার শিকার হচ্ছেন পুরোনো নেতারা। অনেকটা বলার জন্য বলার মতো করে ডাকা হচ্ছে বিভিন্ন সভায়। দলের বৃহত্তর স্বার্থে অসন্তোষ নিয়েই তাঁরা কাজ করছেন। তবে যতটা প্রাণবন্ত থাকার কথা, ততটা নেই।
অন্যদিকে বর্তমান কমিটির কয়েক নেতার দাবি, সরোয়ার এবং তাঁর মতো যাঁরা আছেন, তাঁরা নতুন নেতৃত্বকে মেনে নিতে পারছেন না। এটা তাঁদের মানসিকতার ব্যাপার। তবে দ্বন্দ্বটা দলের জন্য ভালো নয় বলে মনে করেন তাঁরা। এ ক্ষেত্রে তাঁরা শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চান।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘিরে দ্বন্দ্ব-অসন্তোষ আছে। নিষ্ক্রিয় লোকদের নিয়ে কমিটি করা হয়েছে। তাদের সমন্বয়হীনতাই সবচেয়ে বড় দুর্বলতা। তারা কতটা সক্রিয় কর্মী তৈরি করবে, সে নিয়েও প্রশ্ন থেকেই যায়। তবে বৃহত্তর স্বার্থে গণসমাবেশ সফল করার জন্য আমরা যে যার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করব।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের দাবি, এখন আর কোনো বিভেদ নেই। তিনি বলেন, ‘গণসমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সবাই নিজ দায়িত্বে মাঠে নেমেছেন, সবাই কাজ করছেন।’
বরিশালের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করেছেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তবে এই দ্বন্দ্ব কর্মসূচি পালনে কোনো বাধা হবে না বলে মনে করেন তিনি। সেলিমা রহমান আজকের পত্রিকাকে বলেন, একটা বড় দলে কমিটি নিয়ে অসন্তোষ থাকবেই। ৫ নভেম্বরের গণসমাবেশের মধ্য দিয়ে সব বিভেদ ও অসন্তোষের অবসান হবে বলে প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ‘কর্মসূচি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কোনো প্রতিবন্ধকতা আমাদের দমাতে পারবে না।’
মহানগরের বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) বিভাগীয় গণসমাবেশ করার কথা ছিল বিএনপির। তবে সেখানে অনুমতি না পেয়ে বিকল্প স্থানের চিন্তা করা হচ্ছে। সমাবেশের স্থান ঠিক না হলেও প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই। বেশ কিছুদিন ধরেই প্রস্তুতিসভা করছেন দলটির নেতারা। এসব সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নিচ্ছেন।
গণসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত সমাবেশের প্রচার চলছে। আমরা অপেক্ষা করছি, সরকার আবার নতুন কোনো কৌশল নেয় কি না। সেটা দেখে আমাদেরও কৌশল ঠিক করতে হবে।’
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে বিভাগীয় গণসমাবেশ করার পর বিএনপির মনোযোগ এখন বরিশালের দিকে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে বিএনপি। আগের চারটি সমাবেশের ধারাবাহিকতায় বরিশালেও একটি সফল গণসমাবেশ করতে চায় দলটি। সে ক্ষেত্রে ‘রাজনৈতিক’ গণপরিবহন ধর্মঘটের প্রতিবন্ধকতার সঙ্গে বরিশাল বিএনপিতে বিরাজমান বিভেদও কাঁটা হয়ে দেখা দিচ্ছে বিএনপির সামনে। বিভেদ নিয়ে কর্মসূচি কতটুকু সফল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে দলের ভেতরেই। এ ছাড়া শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও দলের নীতিনির্ধারকদের প্রত্যাশা, গণসমাবেশের মধ্য দিয়ে সব বিভেদের অবসান হবে।
দলীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশালে বিএনপির সমাবেশের স্থান ঠিক না হলেও প্রস্তুতির কাজ থেমে নেই। সমাবেশের দিন এবং এর আগের দিন ডাকা পরিবহন ধর্মঘটের বিষয়টি নিয়ে আগাম চিন্তা করে রাখা হয়েছে। একই সঙ্গে প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন দলের লোকজনের হুমকি-ধমকি, পুলিশি তৎপরতা মোকাবিলার বিষয়েও। এসবের চেয়ে নেতৃত্বের দ্বন্দ্ব সমাবেশের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন দলের স্থানীয় নেতারা।
গত বছরের ৩ নভেম্বর প্রভাবশালী নেতা মজিবর রহমান সরোয়ারকে বাদ দিয়ে বরিশাল মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর যে দ্বন্দ্ব শুরু হয়, তা এখনো মেটেনি। কমিটি ঘোষণার পর থেকেই মহানগর বিএনপির সাবেক সভাপতি সরোয়ার এবং তাঁর অনুসারীরা নাখোশ হয়ে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে এই পক্ষকে সহজভাবে নিতে পারেননি নতুন নেতৃত্বও। নতুনদের কাছে নানাভাবে উপেক্ষিত হওয়ারও অভিযোগ আছে পুরোনোদের। এমনকি তাঁরা হামলা-মামলারও শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। এ বিষয়ে বরিশাল বিএনপির বেশ কয়েকজন নেতা বলেন, নতুন ও পুরোনো নেতৃত্বের দ্বন্দ্ব স্পষ্ট দৃশ্যমান। এক পক্ষ আরেক পক্ষকে সহ্যই করতে পারে না। দুই পক্ষের বিবাদে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরও কেন্দ্র থেকে এ বিষয়ে খুব একটা নজর দেওয়া হচ্ছে না।
সরোয়ারের অনুসারী একাধিক নেতা বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে পুরোনোদের উপেক্ষা করে আসছে। সভা-সমাবেশেও তাঁদের ডাকা হয় না। আগামী দিনে সিটি নির্বাচন ও সংসদ নির্বাচন থেকে যাতে পুরোনোদের দূরে রাখা যায়, সেই চেষ্টা চলছে।
বরিশালে গণসমাবেশ ঘিরেও উপেক্ষার শিকার হচ্ছেন পুরোনো নেতারা। অনেকটা বলার জন্য বলার মতো করে ডাকা হচ্ছে বিভিন্ন সভায়। দলের বৃহত্তর স্বার্থে অসন্তোষ নিয়েই তাঁরা কাজ করছেন। তবে যতটা প্রাণবন্ত থাকার কথা, ততটা নেই।
অন্যদিকে বর্তমান কমিটির কয়েক নেতার দাবি, সরোয়ার এবং তাঁর মতো যাঁরা আছেন, তাঁরা নতুন নেতৃত্বকে মেনে নিতে পারছেন না। এটা তাঁদের মানসিকতার ব্যাপার। তবে দ্বন্দ্বটা দলের জন্য ভালো নয় বলে মনে করেন তাঁরা। এ ক্ষেত্রে তাঁরা শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ চান।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘিরে দ্বন্দ্ব-অসন্তোষ আছে। নিষ্ক্রিয় লোকদের নিয়ে কমিটি করা হয়েছে। তাদের সমন্বয়হীনতাই সবচেয়ে বড় দুর্বলতা। তারা কতটা সক্রিয় কর্মী তৈরি করবে, সে নিয়েও প্রশ্ন থেকেই যায়। তবে বৃহত্তর স্বার্থে গণসমাবেশ সফল করার জন্য আমরা যে যার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করব।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের দাবি, এখন আর কোনো বিভেদ নেই। তিনি বলেন, ‘গণসমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সবাই নিজ দায়িত্বে মাঠে নেমেছেন, সবাই কাজ করছেন।’
বরিশালের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করেছেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তবে এই দ্বন্দ্ব কর্মসূচি পালনে কোনো বাধা হবে না বলে মনে করেন তিনি। সেলিমা রহমান আজকের পত্রিকাকে বলেন, একটা বড় দলে কমিটি নিয়ে অসন্তোষ থাকবেই। ৫ নভেম্বরের গণসমাবেশের মধ্য দিয়ে সব বিভেদ ও অসন্তোষের অবসান হবে বলে প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ‘কর্মসূচি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কোনো প্রতিবন্ধকতা আমাদের দমাতে পারবে না।’
মহানগরের বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) বিভাগীয় গণসমাবেশ করার কথা ছিল বিএনপির। তবে সেখানে অনুমতি না পেয়ে বিকল্প স্থানের চিন্তা করা হচ্ছে। সমাবেশের স্থান ঠিক না হলেও প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই। বেশ কিছুদিন ধরেই প্রস্তুতিসভা করছেন দলটির নেতারা। এসব সভায় কেন্দ্রীয় নেতারাও অংশ নিচ্ছেন।
গণসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত সমাবেশের প্রচার চলছে। আমরা অপেক্ষা করছি, সরকার আবার নতুন কোনো কৌশল নেয় কি না। সেটা দেখে আমাদেরও কৌশল ঠিক করতে হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে