ছাতকে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সভা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৮
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২৩

ছাতক উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ গ্রহণকারী ৫০ জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে আইন শৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে এ সভা হয়।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ১০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ছাতকে। এ সভায় কয়েকজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম-পরিচালক ড. রফিকুল ইসলাম, ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় সেলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে চেয়ারম্যান প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চেয়ারম্যান প্রার্থীদের আশ্বস্ত করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত