কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বসুরহাট পৌরসভায় নবনির্মিত বাইপাস সড়কের ওপর গ্যাসের ছয়টি রাইজার রেখেই ঢালাইয়ের কাজ করা হয়েছে। উদ্বোধনের আগেই ওই সড়কে যানবাহন চলাচল শুরু হওয়ায় অনেকে দুর্ঘটনার আশঙ্কা করছেন।
তবে সড়ক নির্মাণের আগে রাইজারগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। অপরদিকে অর্থ বরাদ্দ না পাওয়ায় রাইজারগুলো সরানো সম্ভব হয়নি বলে জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
বসুরহাট বাজারে যানজট এড়ানোর জন্য এক কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাসটি করা হয়েছে। দাগনভূঞা-বসুরহাট সড়কের বসুরহাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া অংশে গিয়ে মিশেছে। এখানে আগে কোনো রাস্তা ছিল না। নতুন রাস্তা করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমির অনেকাংশে মানুষের বাড়িঘরও ছিল। সেইসব বাড়িতে ব্যবহৃত গ্যাসের সংযোগের জন্য বসানো ছিল ওইসব গ্যাস রাইজার।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। কিন্তু দুই মুখে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ছোটবড় সব ধরনের গাড়ি ঢুকে পড়ছে
এরপর পৃষ্ঠা ২ কলাম ৫
এ রাস্তায়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা রাইজারগুলোর পাশে কোথাও কোথায় ছোট গাছের গুঁড়ি পুঁতে পথচারীদের ও যানবাহনকে সাবধান করার চেষ্টা করা হয়েছে। এর পাশ দিয়েই দ্রুতগতিতে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এই সড়কে এখন পর্যন্ত কোনো সড়কবাতিও লাগানো হয়নি। রাতের অন্ধকারে মাঝ রাস্তায় গ্যাস রাইজার ভারি যানবানের চাপে পড়ে বিস্ফোরণ ঘটে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রাইজার রেখে ঢালাই দেওয়ায় সড়কে চলাচলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ রাইজারগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সওজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিষয়টি বারবার জানিয়েছি। সওজ দুষছে বাখরাবাদকে আর বাখরাবাদ দুষছে সওজকে। বাস্তবে তারা কেউ দায়িত্বশীল আচরণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যান চলাচল শুরু হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ভুট্টু বলেন, ‘গ্যাস রাইজার তুলে নেওয়ার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে বারবার লিখিতভাবে ও সরাসরি যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে প্রকল্পের কাজ শেষ করতে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। তাই মাঝখানে চার ফুট করে জায়গা খালি রেখে ঢালাই দিতে হচ্ছে। কর্তৃপক্ষ রাইজার সরিয়ে নিলে আমরা পরে এসে এ কাজটুকু শেষ করব।’
সওজের নোয়াখালী উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়ক থেকে রাইজার সরিয়ে নিতে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী শাখাকে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তবু সময়মতো তারা রাইজারগুলো সরিয়ে নেয়নি।’
যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী অফিসের রাজস্ব ও হিসাব শাখার (মাইজদী) সহকারী কর্মকর্তা মো. আসগার হোসাইন বলেন, ‘রাইজার সরিয়ে নিতে অর্থ বরাদ্দের প্রয়োজন। যা সড়ক বিভাগ আমাদের দেওয়ার কথা। কিন্তু তারা কোনো অর্থ বরাদ্দ না দেওয়ায় তা সরানো হয়নি।’
নোয়াখালীর বসুরহাট পৌরসভায় নবনির্মিত বাইপাস সড়কের ওপর গ্যাসের ছয়টি রাইজার রেখেই ঢালাইয়ের কাজ করা হয়েছে। উদ্বোধনের আগেই ওই সড়কে যানবাহন চলাচল শুরু হওয়ায় অনেকে দুর্ঘটনার আশঙ্কা করছেন।
তবে সড়ক নির্মাণের আগে রাইজারগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। অপরদিকে অর্থ বরাদ্দ না পাওয়ায় রাইজারগুলো সরানো সম্ভব হয়নি বলে জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
বসুরহাট বাজারে যানজট এড়ানোর জন্য এক কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাসটি করা হয়েছে। দাগনভূঞা-বসুরহাট সড়কের বসুরহাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া অংশে গিয়ে মিশেছে। এখানে আগে কোনো রাস্তা ছিল না। নতুন রাস্তা করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমির অনেকাংশে মানুষের বাড়িঘরও ছিল। সেইসব বাড়িতে ব্যবহৃত গ্যাসের সংযোগের জন্য বসানো ছিল ওইসব গ্যাস রাইজার।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। কিন্তু দুই মুখে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ছোটবড় সব ধরনের গাড়ি ঢুকে পড়ছে
এরপর পৃষ্ঠা ২ কলাম ৫
এ রাস্তায়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা রাইজারগুলোর পাশে কোথাও কোথায় ছোট গাছের গুঁড়ি পুঁতে পথচারীদের ও যানবাহনকে সাবধান করার চেষ্টা করা হয়েছে। এর পাশ দিয়েই দ্রুতগতিতে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এই সড়কে এখন পর্যন্ত কোনো সড়কবাতিও লাগানো হয়নি। রাতের অন্ধকারে মাঝ রাস্তায় গ্যাস রাইজার ভারি যানবানের চাপে পড়ে বিস্ফোরণ ঘটে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রাইজার রেখে ঢালাই দেওয়ায় সড়কে চলাচলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ রাইজারগুলো দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সওজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিষয়টি বারবার জানিয়েছি। সওজ দুষছে বাখরাবাদকে আর বাখরাবাদ দুষছে সওজকে। বাস্তবে তারা কেউ দায়িত্বশীল আচরণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যান চলাচল শুরু হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ভুট্টু বলেন, ‘গ্যাস রাইজার তুলে নেওয়ার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে বারবার লিখিতভাবে ও সরাসরি যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে প্রকল্পের কাজ শেষ করতে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। তাই মাঝখানে চার ফুট করে জায়গা খালি রেখে ঢালাই দিতে হচ্ছে। কর্তৃপক্ষ রাইজার সরিয়ে নিলে আমরা পরে এসে এ কাজটুকু শেষ করব।’
সওজের নোয়াখালী উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়ক থেকে রাইজার সরিয়ে নিতে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী শাখাকে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তবু সময়মতো তারা রাইজারগুলো সরিয়ে নেয়নি।’
যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী অফিসের রাজস্ব ও হিসাব শাখার (মাইজদী) সহকারী কর্মকর্তা মো. আসগার হোসাইন বলেন, ‘রাইজার সরিয়ে নিতে অর্থ বরাদ্দের প্রয়োজন। যা সড়ক বিভাগ আমাদের দেওয়ার কথা। কিন্তু তারা কোনো অর্থ বরাদ্দ না দেওয়ায় তা সরানো হয়নি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে