মিষ্টি আলুতে কৃষকের স্বপ্ন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০৯: ১৩
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ০৮

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মিষ্টি আলুর ডগা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়ে নভেম্বর শেষ পর্যন্ত এ রোপণ চলবে। চার মাসে ফলন তোলা যায় বলে এ চাষে ঝুঁকছেন অনেকে। নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, লতব্দী ইউনিয়নের কাশাগ্রা গ্রামের ফসলের মাঠে (চক) এই মিষ্টি আলুগাছের ডগা রোপণ করছেন কৃষকেরা। তাঁদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার বালুচর ও লতব্দী ইউনিয়নের এক হেক্টর কৃষিজমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। প্রথমে আলু কেটে মাটিতে রোপণ করতে হয়। পরে গাছ হলে সেই গাছ কেটে ডগা মাটিতে রোপণ করতে হয়। দো-আঁশ ও বেলে দো-আঁশযুক্ত মাটিতে মিষ্টি আলু চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি। ১২০ দিনের মধ্যে মিষ্টি আলু ঘরে তুলতে পারেন কৃষক।

লতব্দী ইউনিয়নের কাশাগ্রা গ্রামের কৃষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমি ১৩২ শতাংশ জমিতে মিষ্টি আলু চাষ করেছি। এতে আমার ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আজকেই আমরা আলু রোপণ শুরু করেছি। আলু উঠানো পর্যন্ত আরও অনেক খরচ হবে। তবে সব খরচ বাদ দিয়ে লাভের স্বপ্ন দেখছি। গতবার আমার ফলন ভালো হয়েছে, দামও ভালো পেয়েছি। তাই এবার একটু বেশি মিষ্টি আলু রোপণ করছি।’

আরেক কৃষক আব্দুল আলী বলেন, ‘এবার ৬০ শতাংশ জমিতে মিষ্টি আলু চাষ শুরু করেছি। ২০ দিন আগে মিষ্টি আলুর চারা লাগিয়েছি। এই অল্প সময়ে চারা থেকে প্রচুর ডালপালা গজিয়েছে। সেই ডালপালা কেটে জমিতে আইল করে বুনেছি। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে আশা করছি ফলন ভালো হবে।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ বলেন, ‘উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ মিষ্টি আলু চাষে কৃষকদের পরামর্শসহ উদ্বুদ্ধ করা হচ্ছে। এ মৌসুমে কৃষকেরা মিষ্টি আলু চাষ শুরু করেছেন। ১২০ দিনের মধ্যে মিষ্টি আলু ঘরে তুলতে পারেন। তাই কৃষকেরা মিষ্টি আলুতে ঝুঁকছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত