ভ্রমণের সঙ্গী পাওয়ার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০৬: ৩৩
আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯: ৩৩

আসছে পবিত্র ঈদুল আজহা। নাড়ির টানে সবাই ছুটে যাবেন নিজ নিজ বাড়িতে। আর ঈদ উপলক্ষে দেশের পর্যটন স্পটগুলোতে ঘোরাঘুরি তো হবেই। এই সময়ে যেখানেই ভ্রমণ করি না কেন, আমাদের প্রয়োজনীয় সঙ্গী হলো মোবাইল ফোন। মোবাইল ফোন না থাকলে বর্তমান সময়ে আমরা অনেকটা অচল বলা চলে। আপনি কোথাও ঘুরতে যাওয়ার পর ফোনটা বের করে ছবি তোলার জন্য কিংবা গান শোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এমন সময় দেখলেন আপনার ফোন ঘুমিয়ে পড়েছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। এটা দেখে তো আপনার চক্ষু চড়কগাছ, এমনকি আপনি প্রচুর পরিমাণে বিরক্ত হবেন ও চিন্তায় পড়ে যাবেন। তাই এই সময়টাতে নিশ্চিন্তে ভ্রমণের জন্য চাই নিরবচ্ছিন্ন চার্জ সরবরাহ। আর সেটা নিশ্চিত করতেই চাই শক্তিশালী পাওয়ার ব্যাংক। এটি যেমন ফোনকে বাঁচিয়ে রাখবে, তেমনি আপনার মুখে হাসির রেখা ফুটিয়ে তুলবে। আপনি থাকবেন নিশ্চিন্ত।

কেনার সময় খেয়াল রাখুন

  • পাওয়ার ব্যাংক কেনার সময় নির্ভরযোগ্য ও ব্র্যান্ড শপ থেকে কেনার চেষ্টা করবেন। তাতে ভালো মানের পণ্য পাওয়া সম্ভব।
  • ফোনের ব্যাটারি কত এমএএইচ সে অনুপাতে পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করুন। তবে মোটামুটিভাবে ১০ হাজার এমএএইচে পাওয়ার ব্যাংক ব্যবহারযোগ্য বলে ধরে নেওয়া হয়।
  • অনেক পাওয়ার ব্যাংকে একের বেশি পোর্ট থাকে, সেগুলো বাদ দেওয়া ভালো।
  • দেখতে বড় হলেও মান খারাপ হয় বেশির ভাগ পাওয়ার ব্যাংকের। তাই কেনার সময় সেটি খেয়াল করতে হবে। তা ছাড়া অন্যান্য ছোটখাটো ফিচার সতর্কতার সঙ্গে যাচাই করে কেনা উচিত।

ভালো-মন্দের হিসাব
নির্দিষ্ট করে কোন ব্র্যান্ডটি সবচেয়ে ভালো, সেটা বলা মুশকিল। তবে বাজারে প্রচলিত যেসব ব্র্যান্ড আছে তার মধ্যে অন্যতম হলো টিপি লিংক, ইউগ্রিন পোর্টেবল এক্সটার্নাল, হুয়াওয়ে, অ্যাপাসার, শাওমি, ডেল, অ্যাডাটা পাওয়ার ব্যাংক ইত্যাদি।

দরদাম
আমাদের দেশে পাওয়ার ব্যাংকের দাম মোটামুটি ৫০০ টাকা থেকে ১৬ হাজার টাকা বা তার বেশি। তবে মানসম্পন্ন পাওয়ার ব্যাংকগুলোর দাম সাধারণত ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু হয়। ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে পাওয়ার ব্যাংকগুলো বিক্রি হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত