আজকের পত্রিকা ডেস্ক
নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন জেলায় মোট ৫১টি ইউপিতে সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বরং কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ।
উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যমতে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে শুরু করে। এর আগে সকাল সাতটার পর থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
বিস্তারিত জেলা, উপজেলা প্রতিনিধিদের খবরে:
নীলফামারীর দুই উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। সকাল আটটা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।
জেলার সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ডিমলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন ও সংরক্ষিত আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত আসনে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কাহারোলে ৬টি ইউনিয়নেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কাহারোলে চেয়ারম্যান পদে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন এবং পলাশবাড়ীর উপজেলার দুই ইউনিয়নসহ ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় তা শেষ হয়। তবে গোবিন্দগঞ্জে একটি ও পলাশবাড়ীর দুটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন জেলায় মোট ৫১টি ইউপিতে সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বরং কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ।
উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যমতে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে শুরু করে। এর আগে সকাল সাতটার পর থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
বিস্তারিত জেলা, উপজেলা প্রতিনিধিদের খবরে:
নীলফামারীর দুই উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। সকাল আটটা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।
জেলার সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ডিমলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন ও সংরক্ষিত আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত আসনে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কাহারোলে ৬টি ইউনিয়নেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কাহারোলে চেয়ারম্যান পদে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন এবং পলাশবাড়ীর উপজেলার দুই ইউনিয়নসহ ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় তা শেষ হয়। তবে গোবিন্দগঞ্জে একটি ও পলাশবাড়ীর দুটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে