Ajker Patrika

উৎসবের আমেজে ভোট

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
উৎসবের আমেজে ভোট

নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন জেলায় মোট ৫১টি ইউপিতে সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বরং কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ।

উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যমতে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে শুরু করে। এর আগে সকাল সাতটার পর থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বিস্তারিত জেলা, উপজেলা প্রতিনিধিদের খবরে:

নীলফামারীর দুই উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। সকাল আটটা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।

জেলার সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ডিমলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৫৯ জন ও সংরক্ষিত আসনে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী, সাধারণ ইউপি সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৪ জনসহ মোট ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত আসনে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কাহারোলে ৬টি ইউনিয়নেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কাহারোলে চেয়ারম্যান পদে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন এবং পলাশবাড়ীর উপজেলার দুই ইউনিয়নসহ ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় তা শেষ হয়। তবে গোবিন্দগঞ্জে একটি ও পলাশবাড়ীর দুটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত