বিনোদন প্রতিবেদক, ঢাকা
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। দেশের দুটি সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের একটি সিনেমা।
দ্য ফ্ল্যাশ
ডিসি কমিকসের নতুন সিনেমা ‘দ্য ফ্ল্যাশ’। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে দ্য ফ্ল্যাশ। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। এ সিনেমা দিয়ে আবার ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক। মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এ ছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।
গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের পর ঝড়ের গতিতে বাড়ে এর ভিউ। সাধারণ গল্পে আবেগপূর্ণ পারিবারিক প্লট এবং কমেডির দারুণ সমন্বয়ে ‘দ্য ফ্ল্যাশ’-এর ট্রেলারটি ভক্তদের মন জয় করেছে। এবার দেখার পালা সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারে।
ফিরে দেখা
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ফিরে দেখা।
ফুলজান
গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফুলজান’। গল্প গাঁয়ের মেয়ে সুন্দরী ফুলজানকে ঘিরে। এলাকার বেয়াড়া ছেলে রাজা তাকে ভালোবাসে। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। রাজা জেলে যাওয়ার পর রমজান গাজীর সঙ্গে ফুলজানের বিয়ে হয়। বছর দু-এক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। একসময় রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে।
সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আরও রয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন প্রমুখ। ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। দেশের দুটি সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের একটি সিনেমা।
দ্য ফ্ল্যাশ
ডিসি কমিকসের নতুন সিনেমা ‘দ্য ফ্ল্যাশ’। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে দ্য ফ্ল্যাশ। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। এ সিনেমা দিয়ে আবার ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক। মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এ ছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।
গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের পর ঝড়ের গতিতে বাড়ে এর ভিউ। সাধারণ গল্পে আবেগপূর্ণ পারিবারিক প্লট এবং কমেডির দারুণ সমন্বয়ে ‘দ্য ফ্ল্যাশ’-এর ট্রেলারটি ভক্তদের মন জয় করেছে। এবার দেখার পালা সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারে।
ফিরে দেখা
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ফিরে দেখা।
ফুলজান
গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফুলজান’। গল্প গাঁয়ের মেয়ে সুন্দরী ফুলজানকে ঘিরে। এলাকার বেয়াড়া ছেলে রাজা তাকে ভালোবাসে। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। রাজা জেলে যাওয়ার পর রমজান গাজীর সঙ্গে ফুলজানের বিয়ে হয়। বছর দু-এক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। একসময় রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে।
সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। আরও রয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন প্রমুখ। ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে