চালকদের উদ্যোগে রাস্তা মেরামত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৫২
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের বরইচারা-রাণীদিয়া এলাকার প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বরইচারা-রাণীদিয়া সড়কটি প্রায় ছয় মাস ধরে পানির নিচে থাকে। এ সময় সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে; সৃষ্টি হয় অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে যায় অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোগান্তির কথা ভেবে নিজেদের অর্থায়নেই সড়কটি সংস্কার করেন রাণীদিয়া গ্রামের মৌসুমি মোটরসাইকেল চালকেরা।

গতকাল বৃহস্পতিবার তাঁরা রাস্তার পাশের জমি থেকে মাটি এনে রাস্তাটির বিভিন্ন স্থান সংস্কার করেন। প্রতিবছরই চালকেরা সড়কটি সংস্কার করেন তাঁদের নিজেদের অর্থায়নে। প্রতিদিন ১০ জন করে কাজ করলেও রাস্তাটি মেরামত করতে তাদের ১০ থেকে ১২ দিন সময় লাগবে। এই সড়কটি উপজেলার অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের বরইচারা, রাণীদিয়া, পরমানন্দপুরসহ এলাকার আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন।

রাণীদিয়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ২০১৩ সালে তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বরইচারা-রাণীদিয়া রাস্তাটির কিছু অংশ সংস্কার করেছিলেন। এরপর কোনো সংস্কার হয়নি।

মোটরসাইকেল চালকেরা জানান, কয়েক বছর ধরেই সড়কটি বেহাল। এটি সংস্কারে জনপ্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেননি। এ জন্য চালকেরা নিজেদের টাকা খরচ করে ৩ বছর ধরে মেরামত করে যাচ্ছেন।

অরুয়াইল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ‘১০ বছর ধরে সংস্কার না হলেও আমি এবার সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করবো। কারণ এই গ্রামীণ সড়কটিতে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে এলাকার শতাধিক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত